‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

দাওয়াহ হিদায়াতের কতিপয় কারণ

Habib Bin Tofajjal

If you're in doubt ask الله.

Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
689
Comments
1,222
Solutions
17
Reactions
6,653
Credits
5,500
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর যুগে মানুষ গুরুত্বপূর্ণ কিছু কারণে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করতেন। যেমন:

১। উত্তম চরিত্র ( حسن الأخلاق ): আল্লাহ তা‘আলা বলেন,
‘অবশ্যই তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত’ (সূরা আল-ক্বলাম:৪)।

২। উত্তম কথার মাধ্যমে দা‘ওয়াত দেয়া ( الدعوة ﺑﺎللسان )।
যেমনটি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর, খাদীজা, আলী (রা:) এবং অন্যকে সুন্দর কথার মাধ্যমে দা‘ওয়াত দিয়েছিলেন। ফলে, তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ বলেন:
‘আর তার চেয়ে কার কথা উত্তম, যিনি আল্লাহর দিকে দা‘ওয়াত দেন, সৎকর্ম করেন এবং বলেন যে, অবশ্যই ‘আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’ (সূরা হা-মীম সাজদা: ৩৩)।

৩। দীন শিক্ষা দেয়া ( التعليم ):
যেমনটি কতিপয় সাহাবী মক্কার দারুল আরক্বামে ইসলাম গ্রহণ করেছিলেন। অনুরূপভাবে, উসাইদ ইবনে হুযাইর (রা:), সা‘দ ইবনু মু‘আয (রা:) মদীনায় মুছ‘আব ইবনে উমাইর (রা:)-এর প্রতিষ্ঠিত দীন শিক্ষার মজলিস থেকে ইসলাম গ্রহণ করেছিলেন।

৪। ইবাদতের মাধ্যমে দা‘ওয়াত ( العبادة ):
যেমন-হিনদ বিনতে উতবাহ (রা:) মক্কা বিজয়ের বছর মসজিদে হারামে মুসলিমদের সালাত আদায় করতে দেখে ইসলাম গ্রহণ করেন। ছুমামা ইবনে উছাল আল-হানাফী (রা:) মসজিদে নববীতে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর চরিত্র ও ইবাদতে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেন।

৫। ব্যয় ও দান করা ( البذل والعطاء )।
মক্কা বিজয়ের বছর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছাফওয়ান ইবনে উমাইয়াহ (রা:) ও মু‘আবিয়াহ ইবনে আবু সুফইয়ান (রা:) কে কিছু ছাগল দান করলে তারা ইসলাম গ্রহণ করেন। এভাবে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে অনেকগুলি ছাগল উপহার দেন, এতে তিনি ও তার দলবল ইসলাম গ্রহণ করেন। এরকম আরো কারণ রয়েছে, যেগুলিকে আল্লাহ হিদায়াতের কারণ হিসাবে নির্ধারণ করেছেন।


সূত্র: নাবী-রসূলগণের দা‘ওয়াতী মূলনীতি।​
 
COMMENTS ARE BELOW

Share this page