হাসান বাছরী (রহঃ) যুবকদেরকে প্রায়ই বলতেন, ‘হে যুব সমাজ! তোমরা আখেরাতের সন্ধানে নিয়োজিত থাকবে। কেননা অধিকাংশ সময় আমি দেখেছি, যে আখেরাতের জীবন প্রত্যাশা করে, সে আখেরাত তো অর্জন করেই, পাশাপাশি পার্থিব কল্যাণও লাভ করে। কিন্তু আমি কখনো এমন কাউকে দেখিনি, যে দুনিয়াবী জীবন অন্বেষণ করেছে এবং দুনিয়ার সাথে আখেরাতের কল্যাণও হাছিল করতে পেরেছে’।
--- বায়হাক্বী, আয-যুহদুল কাবীর, পৃঃ ৬৫
--- বায়হাক্বী, আয-যুহদুল কাবীর, পৃঃ ৬৫