সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Farhad Molla

প্রবন্ধ হানাফিদের নিকট কাক খাওয়া হালাল নাউজুবিল্লাহ

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
130
Comments
205
Solutions
1
Reactions
1,323
Credits
1,198
প্রশ্ন: ৩৩। দেশি কাক, যেগুলো সাধারণত জনবসতিতে বাস করে। এগুলো খাওয়ার হুকুম কী? হালাল না হারাম? কোনো কোনো প্রজাতির কাক খাওয়া কাহায়ে কেরাম হালাল লিখেছেন।

আবার কিছু হারাম লিখেছেন। প্রশ্ন হলো, এ কাক হালাল প্রজাতির অন্তর্ভুক্ত না হারাম প্রজাতির?

জবাব: কাকের প্রকার নির্ধারণে ফেকাহর কিতাবসমূহের বর্ণনা বিভিন্ন ধরনের। তবে ওই সমস্ত কিতাবে এ ফয়সালাও লিখা আছে যে, তা হালাল-হারাম হওয়ার মূল ভিত্তি হলো খাবারের ওপর।

অতএব, জনবসতিতে যেসব কাক পাওয়া যায়, এগুলো যদি "আকআক" (লম্বা লেজ বিশিষ্ট এক ধরনের কাক) না-ও হয়, তাহলেও তা হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই।

কেননা তার খাবার মিশ্র। শস্য দানা এবং নাপাকি সবকিছুই খায়। তাই তার হুকুমও আকআক এর মতো হবে (যা খাওয়া হালাল)। চাই এগুলোকে আকআক বলা হোক বা না হোক।
(তাযকিরাতুর রশিদ রহ. প্রথম খন্ড ২৯৫ পৃঃ )

কাক খাওয়া হারাম এটা স্পষ্ট ভাবে প্রমাণিত |
নিচে এর প্রমাণ দেয়া হলো |


উত্তর প্রদানে
জাহাঙ্গীর বিন বকর হাফি :
 
Top