প্রশ্ন: ৩৩। দেশি কাক, যেগুলো সাধারণত জনবসতিতে বাস করে। এগুলো খাওয়ার হুকুম কী? হালাল না হারাম? কোনো কোনো প্রজাতির কাক খাওয়া কাহায়ে কেরাম হালাল লিখেছেন।
আবার কিছু হারাম লিখেছেন। প্রশ্ন হলো, এ কাক হালাল প্রজাতির অন্তর্ভুক্ত না হারাম প্রজাতির?
জবাব: কাকের প্রকার নির্ধারণে ফেকাহর কিতাবসমূহের বর্ণনা বিভিন্ন ধরনের। তবে ওই সমস্ত কিতাবে এ ফয়সালাও লিখা আছে যে, তা হালাল-হারাম হওয়ার মূল ভিত্তি হলো খাবারের ওপর।
অতএব, জনবসতিতে যেসব কাক পাওয়া যায়, এগুলো যদি "আকআক" (লম্বা লেজ বিশিষ্ট এক ধরনের কাক) না-ও হয়, তাহলেও তা হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই।
কেননা তার খাবার মিশ্র। শস্য দানা এবং নাপাকি সবকিছুই খায়। তাই তার হুকুমও আকআক এর মতো হবে (যা খাওয়া হালাল)। চাই এগুলোকে আকআক বলা হোক বা না হোক।
(তাযকিরাতুর রশিদ রহ. প্রথম খন্ড ২৯৫ পৃঃ )
কাক খাওয়া হারাম এটা স্পষ্ট ভাবে প্রমাণিত |
নিচে এর প্রমাণ দেয়া হলো |
উত্তর প্রদানে
জাহাঙ্গীর বিন বকর হাফি :
আবার কিছু হারাম লিখেছেন। প্রশ্ন হলো, এ কাক হালাল প্রজাতির অন্তর্ভুক্ত না হারাম প্রজাতির?
জবাব: কাকের প্রকার নির্ধারণে ফেকাহর কিতাবসমূহের বর্ণনা বিভিন্ন ধরনের। তবে ওই সমস্ত কিতাবে এ ফয়সালাও লিখা আছে যে, তা হালাল-হারাম হওয়ার মূল ভিত্তি হলো খাবারের ওপর।
অতএব, জনবসতিতে যেসব কাক পাওয়া যায়, এগুলো যদি "আকআক" (লম্বা লেজ বিশিষ্ট এক ধরনের কাক) না-ও হয়, তাহলেও তা হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই।
কেননা তার খাবার মিশ্র। শস্য দানা এবং নাপাকি সবকিছুই খায়। তাই তার হুকুমও আকআক এর মতো হবে (যা খাওয়া হালাল)। চাই এগুলোকে আকআক বলা হোক বা না হোক।
(তাযকিরাতুর রশিদ রহ. প্রথম খন্ড ২৯৫ পৃঃ )
কাক খাওয়া হারাম এটা স্পষ্ট ভাবে প্রমাণিত |
নিচে এর প্রমাণ দেয়া হলো |
উত্তর প্রদানে
জাহাঙ্গীর বিন বকর হাফি :