১. দুধ ভাইয়ের মেয়ে;
২. দুধ বোনের মেয়ে;
৩. দুধ ফুফু। ঐ নারী যিনি আপনার পিতার সাথে (একই নারী থেকে) দুধ পান করেছেন ।
৪. দুধ খালা। ঐ নারী যিনি আপনার মায়ের সাথে (একই নারী থেকে) দুধ পান করেছেন।
৫. দুধ মেয়ে। ঐ মেয়ে যে আপনার স্ত্রীর দুধ পান করেছে। এ অবস্থায় সে লোক মেয়েটির দুধ পিতা হয়ে যায়।
এই নারীগণ বিবাহে নিষিদ্ধ হওয়ার দলীল হলো আয়িশাহ এর বর্ণিত হাদীস,
“নিশ্চয়ই দুধের সম্পর্ক তাদের সাথে বিয়ে নিষিদ্ধ করে, জন্মসূত্রে যাদের সাথে বিয়ে নিষিদ্ধ" (বুখারী, হা. ৫০৯৯; মুসলিম, হা. ১৪৪৪)
ইবনু আব্বাস (রাদি.) এর হাদীস। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হামজাহ (রাদি.) এর মেয়ের ব্যাপারে বলেন:
“সে আমার জন্য (বিবাহর জন্য) বৈধ নয়। কেননা সে আমার দুধ সম্পর্কের ভাইয়ের মেয়ে। রক্ত সম্পর্কের কারণে যাদের সাথে বিয়ে নিষিদ্ধ, দুধ সম্পর্কের কারণেও তাদের সাথে বিয়ে নিষিদ্ধ" (বুখারী, হা. ৫১০০; মুসলিম, হা. ১৪৪৭)
উৎসঃ আল ফিকহুল মুয়াসসার, নবম অধ্যায়- বিবাহ ও তালাক (আত তাওহীদ প্রকাশনী)
২. দুধ বোনের মেয়ে;
৩. দুধ ফুফু। ঐ নারী যিনি আপনার পিতার সাথে (একই নারী থেকে) দুধ পান করেছেন ।
৪. দুধ খালা। ঐ নারী যিনি আপনার মায়ের সাথে (একই নারী থেকে) দুধ পান করেছেন।
৫. দুধ মেয়ে। ঐ মেয়ে যে আপনার স্ত্রীর দুধ পান করেছে। এ অবস্থায় সে লোক মেয়েটির দুধ পিতা হয়ে যায়।
এই নারীগণ বিবাহে নিষিদ্ধ হওয়ার দলীল হলো আয়িশাহ এর বর্ণিত হাদীস,
“নিশ্চয়ই দুধের সম্পর্ক তাদের সাথে বিয়ে নিষিদ্ধ করে, জন্মসূত্রে যাদের সাথে বিয়ে নিষিদ্ধ" (বুখারী, হা. ৫০৯৯; মুসলিম, হা. ১৪৪৪)
ইবনু আব্বাস (রাদি.) এর হাদীস। তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হামজাহ (রাদি.) এর মেয়ের ব্যাপারে বলেন:
“সে আমার জন্য (বিবাহর জন্য) বৈধ নয়। কেননা সে আমার দুধ সম্পর্কের ভাইয়ের মেয়ে। রক্ত সম্পর্কের কারণে যাদের সাথে বিয়ে নিষিদ্ধ, দুধ সম্পর্কের কারণেও তাদের সাথে বিয়ে নিষিদ্ধ" (বুখারী, হা. ৫১০০; মুসলিম, হা. ১৪৪৭)
উৎসঃ আল ফিকহুল মুয়াসসার, নবম অধ্যায়- বিবাহ ও তালাক (আত তাওহীদ প্রকাশনী)