হাত তুলে দোয়া করা মুস্তাহাব

Joined
Mar 24, 2024
Threads
80
Comments
91
Reactions
887
হাত তুলে দোয়া বা মুনাজাত করা মুস্তাহাব। কেননা, হাদিস শরিফে এসেছে, সালমান ফারসী রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন,

إنَّ اللهَ حبى كريم يستحي إذا رفعَ الرَّجلُ إِلَيْهِ يديهِ أَن يردهما صفرا خائبتين

আল্লাহ তাআলা দয়ালু, দাতা। যখন বান্দা তাঁর সামনে প্রার্থনার হাত প্রসারিত করে তখন তা শূন্য ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। (জামি' তিরমিযী ৩৫৫৬)

অপর হাদিসে এসেছে, মালিক ইবনু ইয়াসার আস- সাকূনী রাযি. হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন,

إِذَا سَأَلْتُمَ اللَّهَ فَاسْأَلُوهُ بِبُطُونِ أَكُفْكُمْ وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا

তোমরা আল্লাহর নিকট দোয়ার সময় হাতের তালুকে সম্মুখে রেখে দোয়া করবে, হাতের পৃষ্ঠ দিয়ে নয়। (আবু দাউদ ১৪৭৬)

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ১৫/পানি প্রার্থনা (كتاب الاستسقاء)
হাদিস নম্বরঃ ১০৩০


১৫/২১. বৃষ্টির পানি প্রার্থনায় ইমামের সাথে লোকদের হাত উত্তোলন করা।

১০৩০. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উভয় হাত উঠিয়েছিলেন, এমন কি আমরা তাঁর বগলের শুভ্রতা দেখতে পেয়েছি। (আধুনিক প্রকাশনীঃ নাই, ইসলামিক ফাউন্ডেশনঃ ৯৭৩ শেষাংশ)

হাদিসের মানঃ সহিহ (Sahih)
 
Similar content Most view View more
Back
Top