Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 864
- Comments
- 1,113
- Solutions
- 20
- Reactions
- 13,043
- Thread Author
- #1
প্রশ্ন: কোনো কোনো নারীকে একটি কথা পুনরাবৃত্তি করতে দেখা যায়, যেটি তারা আলেমদের কাছ থেকে শুনেছে বলে দাবি করে। সেটি হচ্ছে, যে নারী বাড়িতে থাকা অবস্থায় তার হাতের কনুই প্রকাশ করবে, কিয়ামতের দিন তার কনুই আগুনে পুড়বে। সাধারণত কিছু নারীর জামার হাতা সামান্য লম্বা হয়, আবার অনেকের কনুই পর্যন্ত থাকে। এর হুকুম জানিয়ে বাধিত করবেন।
উত্তর: ক্বিয়ামতের দিন কনুই পুড়ে যাওয়ার যে শাস্তির কথা বলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তবে স্বামী এবং মাহরাম পুরুষ ছাড়া পরপুরুষদের সামনে হাতের কনুই প্রকাশ করা হারাম। নারীদের উচিত, শালীনতা বজায় রাখা, সাধ্যমতো পর্দা করা এবং দুই হাতের কনুই ঢেকে রাখা। তবে বাড়িতে যদি স্বামী এবং মাহরাম ছাড়া অন্য কোনো পরপুরুষ না থাকে, তাহলে কনুই প্রকাশ করতে কোনো সমস্যা নেই। যে নারীর জামার হাতা কনুই পর্যন্ত আছে, আমি তাকে বলব, তোমার এই জামা এভাবেই থাকুক, অসুবিধা নেই। তোমার স্বামী এবং অন্যান্য মাহরাম পুরুষের সামনে এটি পরতে পারো। কিন্তু তোমার বাড়িতে যদি বেগানা পুরুষ থাকে, যেমন: স্বামীর ভাই বা অন্য কেউ, তাহলে নতুন আরেকটা জামা বানাও এবং সেটির হাতা কব্জি পর্যন্ত করবে। যে জামার হাতা কনুই পর্যন্ত, সে জামা পরে বাইরে বের হওয়া কোনো নারীর উচিত নয়; বরং বোরকাসহ ফুলহাতা ঢিলেঢালা জামা পরে বাজারে বের হবে।
উত্তর: ক্বিয়ামতের দিন কনুই পুড়ে যাওয়ার যে শাস্তির কথা বলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তবে স্বামী এবং মাহরাম পুরুষ ছাড়া পরপুরুষদের সামনে হাতের কনুই প্রকাশ করা হারাম। নারীদের উচিত, শালীনতা বজায় রাখা, সাধ্যমতো পর্দা করা এবং দুই হাতের কনুই ঢেকে রাখা। তবে বাড়িতে যদি স্বামী এবং মাহরাম ছাড়া অন্য কোনো পরপুরুষ না থাকে, তাহলে কনুই প্রকাশ করতে কোনো সমস্যা নেই। যে নারীর জামার হাতা কনুই পর্যন্ত আছে, আমি তাকে বলব, তোমার এই জামা এভাবেই থাকুক, অসুবিধা নেই। তোমার স্বামী এবং অন্যান্য মাহরাম পুরুষের সামনে এটি পরতে পারো। কিন্তু তোমার বাড়িতে যদি বেগানা পুরুষ থাকে, যেমন: স্বামীর ভাই বা অন্য কেউ, তাহলে নতুন আরেকটা জামা বানাও এবং সেটির হাতা কব্জি পর্যন্ত করবে। যে জামার হাতা কনুই পর্যন্ত, সে জামা পরে বাইরে বের হওয়া কোনো নারীর উচিত নয়; বরং বোরকাসহ ফুলহাতা ঢিলেঢালা জামা পরে বাজারে বের হবে।
মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
মূল : শায়খ মুহাম্মাদ ইবনে ছলেহ আল-উছায়মীন
-অনুবাদ : ড. আব্দুল্লাহিল কাফী মাদানী
তার প্রতি আমার অনুরোধ, সে যেন তার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয়করে এবং তারই শুকরিয়া আদায় করে। কারণ, আল্লাহ তাকে এমন একজনসতী নারী স্ত্রী হিসেবে দান করেছেন, যে নিজের সতীত্বকে রক্ষার জন্য মহানআল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে চায়। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকেনির্দেশ দিয়েছেন, তারা যেন নিজেদেরকে এবং পরিবারকে জাহান্নামের আগুনথেকে রক্ষা করে। তিনি বলেন,
'হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারপরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবংপাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ,যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন।আর তারাযা করতে আদেশপ্রাপ্ত হয়, তা-ই...
'হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারপরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবংপাথর, যাতে নিয়োজিত আছে নির্মম, কঠোরস্বভাব ফেরেশতাগণ,যারা অমান্য করে না তা, যা আল্লাহ তাদেরকে আদেশ করেন।আর তারাযা করতে আদেশপ্রাপ্ত হয়, তা-ই...
- Abu Abdullah
- Replies: 0
- Forum: মহিলা অঙ্গন