হতাশা যেনো আপনাকে গ্রাস না করে

    Nobody is reading this thread right now.
Joined
Jul 26, 2024
Threads
23
Comments
24
Reactions
256
আল-আল্লামাহ রাবী’ আল-মাদখালী বলেছেন,

“প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের দ্বারা আল্লাহ আপনাদের মাঝে এমন আলেমদের আবির্ভাব ঘটাতে পারেন যারা সুন্নাতের পতাকা সমুন্নত করবেন এবং ইসলাম ও মুসলিমদের উপকৃত করবেন। সুতরাং, এটি কোনো মুসলিমের জন্য সমীচীন নয় যে, সে নিজেকে অবজ্ঞা করবে বা সে অলস ও দুর্বল হয়ে পড়বে; কেননা এতে হতাশা তাকে গ্রাস করবে।
হতাশ হবেন না। এমনকি, আমরা যদি বহু মানুষকে অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন হতে দেখি এবং কুসংস্কার ও বিদআত দেখতে পাই তারপরও যেন হতাশা আমাদের আত্মবিশ্বাসকে দমিয়ে না রাখে। এমনকি যদি আমাদের মনেও হয় সামনের (সমস্ত) দরজা বন্ধ হয়ে গেছে (তারপরও) – না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর পক্ষ থেকে কল্যাণের আশা রাখুন এবং আল্লাহর রাসূলের (আলাইহিস সালাতু ওয়াস সালাম) বাণী নিয়ে ভাবুন:

لأن يهدي الله بك رجلا واحدا خير من حمرالنعم‏​

‘যদি আল্লাহ তোমার মাধ্যমে একজন মানুষকেও হিদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম।’[১]

আল্লাহ একজন ব্যক্তি কিংবা ছোট একটি দলের মাধ্যমে পুরো একটি জাতিকে হিদায়াত দিতে পারেন। আমি বিশ্বাস করি আপনাদের অঞ্চলে এমন অসংখ্য লোক আছে যারা সালাফী মানহাজ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে যদি আপনি এই কল্যাণ, ইলম, দলীল এবং সুস্পষ্ট প্রমাণগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি তাদের অন্তরে এই কল্যাণ গ্রহণের প্রতি আগ্রহ ও উৎসাহ দেখতে পাবেন। সুতরাং, নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখবেন না এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না বারাকাল্লাহু ফীকুম।”

উৎস: রাবী’ ইবনু হাদী, আল-লুবাব (দার ইমাম আহমাদ), ৩১-৩২

টীকা:

১. বুখারী (৩৪৯৮) ও মুসলিম (২৪০৬)
 
Similar threads Most view View more
Back
Top