حَامِدًا وَ مُصَلِّيَا أَمَّا بَعْدُ
নামায ইসলামের পত স্তম্ভের অন্যতম। ইসলামে তার গুরুত্ব চরম। তার গুরুত্ব সম্পর্কে কুরআন-হাদীসের পাতা ভরপুর। নামায় না পড়লে মুসলিম থাকা যায় না। আবার সঠিক পদ্ধতিতে তা আদায় না করলে জীবনের সব আমল পশু। সেই জন্য সঠিক পদ্ধতিতে নামায গড়া আমাদের সকলের কর্তব্য। এই উদ্দেশ্যে উপনীত হতে হলে সঠিক নামায শিক্ষার পুস্তকের প্রয়োজন।বর্তমানে আমাদের সমাজে অধিকাংশ মানুষ নিজ নিজ কায়দায় নামায পড়ে; সুন্নাতী তরীকার ধার ধারে না এবং জানেও না। এভাবে কত মানুষ কবরের পেটে চলে গেছে তার সংখ্যা আল্লাহই ভাল জানেন।
ভুল পদ্ধতিতে নামায পড়ার কয়েকটি কারণের মধ্যে নামাযের সঠিক তথ্য সম্বলিত পুস্তক না থাকা এবং অপর দিকে তথাকথিত বাজারী নামায শিক্ষা পুস্তকের অধিক প্রচলন একটি প্রধান কারণ। যেমন ফ্রেম, তেমনি ইঁট। সোজা ফ্রেমে সোজা ইঁট এবং বাঁকা ফ্রেমে বাঁকা ইঁট হওয়াটাই স্বাভাবিক। অবশ্য সঠিক নামায শিক্ষার পুস্তক একেবারে যে নেই, তা বলছি না। তবে তার সংখ্যা নগণ্য।
শ্রদ্ধেয় মাওলানা আব্দুল হামীদ আল ফাইযীর বই 'স্বালাতে মুবাশশির' পাঠ করে উপলব্ধি করতে পারলাম যে, সেটি নামাযের সঠিক মাসায়েল সম্বলিত, কুরআন-হাদীসের দলীল সমৃদ্ধ, সুসজ্জিত, সুবিন্যস্ত এবং মার্জিত ভাষায় প্রণীত। আল্লার কাছে আমার আশা, এ ধরনের পুস্তক নামাযের সঠিক পথ ও তথ্য দানে, নামাযীদের চাহিদা এবং শূন্যস্থান পূরণে সহায়ক হবে-ইন শাআল্লাহ।
হে আল্লাহ! এ পুস্তকের প্রণেতাকে এবং যাঁরা এই পুস্তকের প্রকাশনার ব্যাপারে সাহায্য-সহযোগিতা করেছেন, তাঁদের সকলকেই ইহ- পরকালে উত্তম বদলা দান কর। আমীন।
বিনীত -মুহাম্মাদ মুকাম্মাল উয়াইনাহ, সউদী আরব।