স্বাভাবিক নিয়ম হল- স্বামী মারা গেলে ইদ্দতরত মহিলা তার স্বামীর বাড়িতেই অবস্থান করবে। কোন যরূরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২০তম খণ্ড, পৃ. ৪৪০)।
ফুরাই‘আহ বিনতে মালেক (রাযিয়াল্লাহ আনহা) তার স্বামীর মৃত্যুর পর পিতার বাড়ী চলে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অনুমতি চাইলে তিনি তাকে বলেছিলেন, ‘ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত তুমি তোমার বাড়িতেই অবস্থান কর’ (আবূ দাঊদ, হা/২৩০০; তিরমিযী, হা/১২০৪, সনদ সহীহ)।
তবে কোন ক্ষতি বা শত্রুর ভয়ের আশঙ্কা থাকলে অন্য স্থানেও অবস্থান করা যায় (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২০তম খণ্ড, পৃ. ৪৬৩)। অতএব যরূরী প্রয়োজন ছাড়া অন্যত্র যাওয়া যাবে না।
সূত্র: আল-ইখলাছ।