স্বাভাবিক নিয়ম হল- স্বামী মারা গেলে ইদ্দতরত মহিলা তার স্বামীর বাড়িতেই অবস্থান করবে। কোন যরূরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২০তম খণ্ড, পৃ. ৪৪০)।
ফুরাই‘আহ বিনতে মালেক (রাযিয়াল্লাহ আনহা) তার স্বামীর মৃত্যুর পর পিতার বাড়ী চলে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অনুমতি চাইলে তিনি তাকে বলেছিলেন, ‘ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত তুমি তোমার বাড়িতেই অবস্থান কর’ (আবূ দাঊদ, হা/২৩০০; তিরমিযী, হা/১২০৪, সনদ সহীহ)।
তবে কোন ক্ষতি বা শত্রুর ভয়ের আশঙ্কা থাকলে অন্য স্থানেও অবস্থান করা যায় (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২০তম খণ্ড, পৃ. ৪৬৩)। অতএব যরূরী প্রয়োজন ছাড়া অন্যত্র যাওয়া যাবে না।
ফুরাই‘আহ বিনতে মালেক (রাযিয়াল্লাহ আনহা) তার স্বামীর মৃত্যুর পর পিতার বাড়ী চলে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অনুমতি চাইলে তিনি তাকে বলেছিলেন, ‘ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত তুমি তোমার বাড়িতেই অবস্থান কর’ (আবূ দাঊদ, হা/২৩০০; তিরমিযী, হা/১২০৪, সনদ সহীহ)।
তবে কোন ক্ষতি বা শত্রুর ভয়ের আশঙ্কা থাকলে অন্য স্থানেও অবস্থান করা যায় (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ২০তম খণ্ড, পৃ. ৪৬৩)। অতএব যরূরী প্রয়োজন ছাড়া অন্যত্র যাওয়া যাবে না।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: