স্বামীর আনুগত্য করা ফরয এবং অবাধ্য হওয়া হারাম।
যে নারী দুনিয়ায় স্বামীর অবাধ্য হবে সে যেমন দুনিয়ায় আল্লাহ, ফেরেশতা এবং হুরে আইনের লা'নত বা অভিশাপপ্রাপ্ত হবে তেমনি পরকালে জাহান্নামে যাবে।
পিতার বাড়ি যেতে হ'লে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে।
আয়েশা (রাঃ) পিতার বাড়িতে যাওয়ার সময় অনুমতি প্রার্থনা করে বলেন, আপনিকি আমাকে আমার আববা-আম্মার নিকট যেতে অনুমতি দিবেন? রাসূল (ছাঃ) আমাকে অনুমতি দিলেন।
আমি পিতা-মাতার কাছে চলে গেলাম। (বুখারী হা/৪১৪১; মুসলিম হা/২৭৭০)। রাসূল (ছাঃ) বলেন, যখন কোন স্ত্রী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় (অর্থাৎ অশ্রদ্ধা, অবাধ্যতা ইত্যাদির মাধ্যমে),
তখন উক্ত স্বামীর জান্নাতের রমণীগণ (হুরেরা) বলতে থাকে, তুমি তাকে কষ্ট দিয়ো না, (যদি কর) তবে আল্লাহ তোমাকে ধ্বংস করবেন।
তিনি তোমার নিকট (কিছু সময়ের) মেহমান, শীঘ্রই তিনি তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবেন (তিরমিযী হা/ ১১৭৪; মিশকাত হা/৩২৫৮; ছহীহুত তারগীব হা/১৫৪৫)।
তিনি আরো বলেন, 'আল্লাহ সেই মহিলার প্রতি তাকাবেন না, যে তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না; অথচ সে তার মুখাপেক্ষী' (ছহীহুত তারগীব হা/১৯৪৪)।
তিনি আরো বলেন, 'মহিলা যদি স্বামীর হক (যথার্থরূপে) জানত, তাহ'লে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে (তার পাশে) দাঁড়িয়ে থাকত' (ছহীহুল জামে' হা/৫২৫৫)।
যে নারী দুনিয়ায় স্বামীর অবাধ্য হবে সে যেমন দুনিয়ায় আল্লাহ, ফেরেশতা এবং হুরে আইনের লা'নত বা অভিশাপপ্রাপ্ত হবে তেমনি পরকালে জাহান্নামে যাবে।
পিতার বাড়ি যেতে হ'লে অবশ্যই স্বামীর অনুমতি নিতে হবে।
আয়েশা (রাঃ) পিতার বাড়িতে যাওয়ার সময় অনুমতি প্রার্থনা করে বলেন, আপনিকি আমাকে আমার আববা-আম্মার নিকট যেতে অনুমতি দিবেন? রাসূল (ছাঃ) আমাকে অনুমতি দিলেন।
আমি পিতা-মাতার কাছে চলে গেলাম। (বুখারী হা/৪১৪১; মুসলিম হা/২৭৭০)। রাসূল (ছাঃ) বলেন, যখন কোন স্ত্রী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় (অর্থাৎ অশ্রদ্ধা, অবাধ্যতা ইত্যাদির মাধ্যমে),
তখন উক্ত স্বামীর জান্নাতের রমণীগণ (হুরেরা) বলতে থাকে, তুমি তাকে কষ্ট দিয়ো না, (যদি কর) তবে আল্লাহ তোমাকে ধ্বংস করবেন।
তিনি তোমার নিকট (কিছু সময়ের) মেহমান, শীঘ্রই তিনি তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবেন (তিরমিযী হা/ ১১৭৪; মিশকাত হা/৩২৫৮; ছহীহুত তারগীব হা/১৫৪৫)।
তিনি আরো বলেন, 'আল্লাহ সেই মহিলার প্রতি তাকাবেন না, যে তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না; অথচ সে তার মুখাপেক্ষী' (ছহীহুত তারগীব হা/১৯৪৪)।
তিনি আরো বলেন, 'মহিলা যদি স্বামীর হক (যথার্থরূপে) জানত, তাহ'লে তার দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত সে (তার পাশে) দাঁড়িয়ে থাকত' (ছহীহুল জামে' হা/৫২৫৫)।
Attachments