জবাব: স্বর্ণ ও রৌপ্য ছাড়া অন্যান্য মূল্যবান খনিজ পদার্থে যাকাত লাগবে না। তবে ব্যবসায়ী পণ্যে যাকাত লাগবে কি না, তা নিয়ে আলেমদের মাঝে মতপার্থক্য রয়েছে। তবে স্বর্ণ ও রৌপ্য ছাড়া অন্যান্য খনিজ পদার্থে যাকাত লাগবে না। কারণ, এ ব্যাপারে কোনো স্পষ্ট প্রমাণ আসেনি। [ফাতাওয়াল ইমারাত, ৪৯]
- ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ৩১০; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
- ফাতাওয়ায়ে আলবানী, প্রশ্ন নং ৩১০; বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
Last edited: