বিবাহ ও দাম্পত্য স্ত্রীকে রান্না-বান্নার কাজে সাহায্য করা কি সুন্নত?

Farhad Molla

Susceptible
Exposer
Q&A Master
Reporter
Salafi User
Joined
Jun 12, 2024
Threads
156
Comments
234
Solutions
1
Reactions
1,576
উত্তর : স্ত্রীকে বাড়ির কাজে সহায়তা করা বা বাড়ির প্রয়োজনীয় কাজ নিজে করা রাসূলুল্লাহর অন্যতম আদর্শ বা অভ্যাসগত সুন্নাত।

এটি সুন্নাত ছালাতের মত ইবাদতগত সুন্নাত নয়, যে না করলে গোনাহগার হ’তে হবে বা নেকীর কমতি হবে। আসওয়াদ বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, নবী করীম (ছাঃ) ঘরে অবস্থানকালে কি করতেন? উত্তরে তিনি বললেন, তিনি সাংসারিক কাজ করতেন।

অতঃপর ছালাতের সময় হ’লে ছালাতের জন্য বের হয়ে যেতেন (বুখারী হা/৬০৩৯; মিশকাত হা/৫৮১৬)।
উরওয়া বলেন, আয়েশা (রাঃ)-কে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, রাসূলুল্লাহ (ছাঃ) কি ঘরে কাজ করতেন? তিনি বললেন, অন্যান্য মানুষের মত তিনিও একজন মানুষ ছিলেন।

তিনি স্বহস্তে কাপড় ছাফ করতেন, দুধ দোহাতেন এবং নিজের কাজ নিজে করতেন। অন্যান্য পুরুষরা যেমন নিজেদের বাড়ীতে কাজ করে, অনুরূপ তিনিও তাঁর কাপড়ে তালি লাগাতেন এবং জুতা সেলাই করতেন (ছহীহ ইবনু হিববান হা/৬৪৪০; মিশকাত হা/৫৮২২)।
 
Similar threads Most view View more
Back
Top