মুসলিম নর-নারীর উপর আল্লাহ তা'আলা পর্দার বিধানকে ফরজ করেছেন। প্রত্যেক মুসলিমের উপর যেরকমভাবে বাস্তব জীবনে পর্দা করা ফরজ, তেমনিভাবে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতেও।
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ "মহিলারা হচ্ছে আওরাত (আবরণীয় বস্তু)। সে বাইরে বের হলে শাইতান তার দিকে চোখ তুলে তাকায়।"
(সুনান আত তিরমিজী (তাহকীককৃত),১১৭৩,সহিহ; সহীহ, মিশকাত (৩১০৯), ইরওয়া (২৭৩), তা’লীক আলা ইবনি খুযাইমা (১৬৮৫)
তাই আশা করি, বেপর্দা নারীর ছবি অথবা নারীর সৌন্দর্য গায়রে মাহরামদের কাছে প্রকাশ করে - এমন কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে (হতে পারে এটা প্রোফাইল পিকচারে) আপলোড করা যে জায়েজ নয়, তা দ্বীন সচেতন ভাই ও বোনেরা অবগত আছেন।
অতঃপর আপছোছের কথা হচ্ছে, আখিরাত বিমুখ মুসলিমরা তো এই হারাম কাজটি করেই চলছে, এমনকি অনেক দ্বীনি ভাই-বোনদের দেখা যায়, তারা সোশ্যাল মিডিয়ায় (হতে পারে এটা প্রোফাইল পিকচারে) প্রচলিত হিজাব-নিকাব বা বোরকা পরিহিতা নারীদের ছবি আপলোড দিয়ে থাকেন যেখানে পরিপূর্ণভাবে আল্লাহ তা'য়ালা প্রদত্ত ইসলামী হিজাব-নিকাবের শর্ত পূরণ করা হয়না। অথবা কেউ নারীর হাত, কপাল বা চোখের ছবি আপলোড দিয়ে থাকেন। অথবা কেউ কেউ এমন ছবি ইন্টারনেটে আপলোড করে থাকেন, যেখানে নারী পরিপূর্ণ পর্দা করছে বলে মনে হতে পারে। অথচ এসমস্ত ছবি সম্পূর্ণভাবে ফিতনা ছড়ানোর বা ফিতনা ছড়ানোর সম্ভাবনা থেকে নিরাপদ নয়। আর অনেক সময়ই এই ধরণের ছবি ফিতনা ছড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আপনারা লক্ষ্য করে থাকতে পারেন।
সুতরাং হে ভাই ও বোনেরা,
এধরনের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন, এ ধরণের ছবি ফিতনা ছড়াবে না বা যুবকদের ফিতনার দিকে নিয়ে যাবে না!!? আর এ ধরণের ছবি আপলোড দেওয়ার কি আদৌ কোনো প্রয়োজন আছে!!?
সুতরাং কেন তবে ফিতনার দরজা খুলে দেওয়া এবং শয়তানকে সুযোগ করে দেওয়া?
আল্লাহ তা'আলা বলেন,"হে মুমিনগণ! তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তোমরা মুসলিম (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) না হয়ে কোন অবস্থায় মৃত্যুবরণ করো না।"(সূরা আলে-ইমরান, আয়াত ১০২)
"বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।"
(সূরা আল ক্বিয়ামাহ, আয়াত: ১৪-১৫)
আবার অন্যদিকে অনেক দ্বীনি ভাইদের দেখা যায়, তারা নিজের বা অন্য যুবকদের স্টাইলিশ ছবি আপলোড দিয়ে থাকেন। এমন ধরণের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার উদ্দেশ্যে কি??! মুসলিম নারীদের ফিতনায় ফেলাই কি এর উদ্দেশ্য নয় তো!!?
আল্লাহ তা'আলা আমাদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমীন।
এই ব্যাপ্যারে আরো জানতে শাইখ মতিউর রহমান মাদানী হাফিযাহুল্লাহ এর এই ভিডিওটি দেখুনঃ
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ "মহিলারা হচ্ছে আওরাত (আবরণীয় বস্তু)। সে বাইরে বের হলে শাইতান তার দিকে চোখ তুলে তাকায়।"
(সুনান আত তিরমিজী (তাহকীককৃত),১১৭৩,সহিহ; সহীহ, মিশকাত (৩১০৯), ইরওয়া (২৭৩), তা’লীক আলা ইবনি খুযাইমা (১৬৮৫)
তাই আশা করি, বেপর্দা নারীর ছবি অথবা নারীর সৌন্দর্য গায়রে মাহরামদের কাছে প্রকাশ করে - এমন কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে (হতে পারে এটা প্রোফাইল পিকচারে) আপলোড করা যে জায়েজ নয়, তা দ্বীন সচেতন ভাই ও বোনেরা অবগত আছেন।
অতঃপর আপছোছের কথা হচ্ছে, আখিরাত বিমুখ মুসলিমরা তো এই হারাম কাজটি করেই চলছে, এমনকি অনেক দ্বীনি ভাই-বোনদের দেখা যায়, তারা সোশ্যাল মিডিয়ায় (হতে পারে এটা প্রোফাইল পিকচারে) প্রচলিত হিজাব-নিকাব বা বোরকা পরিহিতা নারীদের ছবি আপলোড দিয়ে থাকেন যেখানে পরিপূর্ণভাবে আল্লাহ তা'য়ালা প্রদত্ত ইসলামী হিজাব-নিকাবের শর্ত পূরণ করা হয়না। অথবা কেউ নারীর হাত, কপাল বা চোখের ছবি আপলোড দিয়ে থাকেন। অথবা কেউ কেউ এমন ছবি ইন্টারনেটে আপলোড করে থাকেন, যেখানে নারী পরিপূর্ণ পর্দা করছে বলে মনে হতে পারে। অথচ এসমস্ত ছবি সম্পূর্ণভাবে ফিতনা ছড়ানোর বা ফিতনা ছড়ানোর সম্ভাবনা থেকে নিরাপদ নয়। আর অনেক সময়ই এই ধরণের ছবি ফিতনা ছড়ানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা আপনারা লক্ষ্য করে থাকতে পারেন।
সুতরাং হে ভাই ও বোনেরা,
এধরনের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকুন। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন, এ ধরণের ছবি ফিতনা ছড়াবে না বা যুবকদের ফিতনার দিকে নিয়ে যাবে না!!? আর এ ধরণের ছবি আপলোড দেওয়ার কি আদৌ কোনো প্রয়োজন আছে!!?
সুতরাং কেন তবে ফিতনার দরজা খুলে দেওয়া এবং শয়তানকে সুযোগ করে দেওয়া?
আল্লাহ তা'আলা বলেন,"হে মুমিনগণ! তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তোমরা মুসলিম (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) না হয়ে কোন অবস্থায় মৃত্যুবরণ করো না।"(সূরা আলে-ইমরান, আয়াত ১০২)
"বরং মানুষ নিজের সম্পর্কে সম্যক অবগত, যদিও সে নানা অজুহাতের অবতারণা করে।"
(সূরা আল ক্বিয়ামাহ, আয়াত: ১৪-১৫)
আবার অন্যদিকে অনেক দ্বীনি ভাইদের দেখা যায়, তারা নিজের বা অন্য যুবকদের স্টাইলিশ ছবি আপলোড দিয়ে থাকেন। এমন ধরণের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার উদ্দেশ্যে কি??! মুসলিম নারীদের ফিতনায় ফেলাই কি এর উদ্দেশ্য নয় তো!!?
আল্লাহ তা'আলা আমাদের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমীন।
এই ব্যাপ্যারে আরো জানতে শাইখ মতিউর রহমান মাদানী হাফিযাহুল্লাহ এর এই ভিডিওটি দেখুনঃ