ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহিমাহুল্লাহ) -কে জিজ্ঞাসা করা হয়েছিল- যে ব্যক্তির কাছে এক হাজার দিনার আছে, সে কী ‘যাহেদ' [দুনিয়াবিমুখ ও দুনিয়ার প্রতি অনাসক্ত] হতে পারে? তিনি জওয়াব দিয়েছিলেন— হ্যাঁ, যদি সেই পরিমাণে বৃদ্ধি ঘটলে আনন্দিত না হয় এবং হ্রাস পেলে দুঃখিতও না হয়।
— মাদারিজুস সালিকীন : ১/৪৬৫, ফয়যুল কাদীর : ৮/৯২
— মাদারিজুস সালিকীন : ১/৪৬৫, ফয়যুল কাদীর : ৮/৯২