Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,517
- Thread Author
- #1
ইমাম ইবনুল কাইয়িম মাদারিজ আস-সালিকীনে লিখেছেন, 'একজন সালাফ বলেছেন-কোনো ব্যক্তি পাপ করে সেই পাপের কারণেই জান্নাতে প্রবেশ করতে পারে; আবার সে কোনো ইবাদত করে সেই ইবাদতের কারণেই যেতে পারে জাহান্নামে।'
তাকে জিজ্ঞাসা করা হলো, 'সেটা কীভাবে?'
তিনি বললেন, 'সে যদি পাপ করে তা নিয়ে চিন্তা করতে থাকে; দাঁড়িয়ে, বসে বা হাঁটার সময় তার গুনাহের কথা স্মরণ করে এবং লজ্জিত হয়ে অনুতাপের সঙ্গে ক্ষমা প্রার্থনা করে, তাহলে এটাই তার পরিত্রাণ লাভের মাধ্যম হয়ে যায়। আবার সে একটি ভালো কাজ করে যদি চলতে-ফিরতে সর্বাবস্থায় এ সম্পর্কে চিন্তাভাবনা করে এবং এর কারণে আত্ম-প্রশংসা ও অহংকারে লিপ্ত হয়, তাহলে এটাই তার ধ্বংসের মাধ্যমে হিসেবে পরিণত হতে পারে। তাই গুনাহ এমন এক অসিলা হতে পারে, যা তাকে ইবাদত ও সৎকাজের দিকে পরিচালিত করে; তার মনোভাবে পরিবর্তন নিয়ে আসে, যাতে সে আল্লাহকে ভয় করে, তাঁর সামনে লজ্জাবোধ করে, তার সামনে অপমান বোধ করে, লজ্জায় মাথা নিচু করে এবং অনুশোচনায় তার পালনকর্তার ক্ষমার জন্য কাঁদতে থাকে। এই প্রভাবগুলোর প্রত্যেকটিই একজন ব্যক্তির জন্য সেরকম উপাসনার চেয়ে উত্তম, যা তাকে অহংকারী করে তোলে; লৌকিকতার ভাব জাগায় এবং লোকেদের নিচু করে দেখে। নিঃসন্দেহে এরকম পাপ আল্লাহর কাছে উত্তম এবং সেই লোকের চেয়ে পরিত্রাণের সম্ভাবনা অধিক যে নিজের প্রশংসা করে, অন্যকে অবজ্ঞা করে এবং মনে করে সে আল্লাহর প্রতি অনুগ্রহ করছে। এমনকি যদি সে কোনো কথার দ্বারা অন্য কিছু বোঝায়, তবে অন্তরের ব্যাপারে আল্লাহ তায়ালা সাক্ষী। এই ধরনের মানুষ লোকদের থেকে উচ্চ মর্যাদা নয় এবং তাদের কাছে মানুষ অবনত না হলে, অন্যদের প্রতি ঘৃণাবোধ করতে পারে। সৎভাবে আত্মমূল্যায়ন করলে সে তা স্পষ্টরূপে দেখতে পাবে।'
তাকে জিজ্ঞাসা করা হলো, 'সেটা কীভাবে?'
তিনি বললেন, 'সে যদি পাপ করে তা নিয়ে চিন্তা করতে থাকে; দাঁড়িয়ে, বসে বা হাঁটার সময় তার গুনাহের কথা স্মরণ করে এবং লজ্জিত হয়ে অনুতাপের সঙ্গে ক্ষমা প্রার্থনা করে, তাহলে এটাই তার পরিত্রাণ লাভের মাধ্যম হয়ে যায়। আবার সে একটি ভালো কাজ করে যদি চলতে-ফিরতে সর্বাবস্থায় এ সম্পর্কে চিন্তাভাবনা করে এবং এর কারণে আত্ম-প্রশংসা ও অহংকারে লিপ্ত হয়, তাহলে এটাই তার ধ্বংসের মাধ্যমে হিসেবে পরিণত হতে পারে। তাই গুনাহ এমন এক অসিলা হতে পারে, যা তাকে ইবাদত ও সৎকাজের দিকে পরিচালিত করে; তার মনোভাবে পরিবর্তন নিয়ে আসে, যাতে সে আল্লাহকে ভয় করে, তাঁর সামনে লজ্জাবোধ করে, তার সামনে অপমান বোধ করে, লজ্জায় মাথা নিচু করে এবং অনুশোচনায় তার পালনকর্তার ক্ষমার জন্য কাঁদতে থাকে। এই প্রভাবগুলোর প্রত্যেকটিই একজন ব্যক্তির জন্য সেরকম উপাসনার চেয়ে উত্তম, যা তাকে অহংকারী করে তোলে; লৌকিকতার ভাব জাগায় এবং লোকেদের নিচু করে দেখে। নিঃসন্দেহে এরকম পাপ আল্লাহর কাছে উত্তম এবং সেই লোকের চেয়ে পরিত্রাণের সম্ভাবনা অধিক যে নিজের প্রশংসা করে, অন্যকে অবজ্ঞা করে এবং মনে করে সে আল্লাহর প্রতি অনুগ্রহ করছে। এমনকি যদি সে কোনো কথার দ্বারা অন্য কিছু বোঝায়, তবে অন্তরের ব্যাপারে আল্লাহ তায়ালা সাক্ষী। এই ধরনের মানুষ লোকদের থেকে উচ্চ মর্যাদা নয় এবং তাদের কাছে মানুষ অবনত না হলে, অন্যদের প্রতি ঘৃণাবোধ করতে পারে। সৎভাবে আত্মমূল্যায়ন করলে সে তা স্পষ্টরূপে দেখতে পাবে।'