তেলাওয়াতের সিজদা দেওয়া কর্তব্য। তবে এটি ফরয নয়। যদি কেউ এটা না করে, তবে কোন ক্ষতি নেই (বুখারী হা/১০৭২, ৭৭; তিরমিযী হা/৫৭৬)। এক্ষণে ছালাতে ইমাম সূরা ‘আলাক্ব পাঠ করলে সূরা শেষে তেলাওয়াতের সিজদা দিয়ে দাঁড়িয়ে যাবেন।
অতঃপর রুকূ করে ছালাত শেষে সালাম ফিরাবেন। অথবা তেলাওয়াতের সিজদা শেষে দাঁড়িয়ে অন্য কোন একটি সূরা বা আয়াত পাঠের পর রুকূ করে ছালাত শেষে সালাম ফিরাবেন।