Salafi
Salafi User
- Joined
- Oct 12, 2024
- Threads
- 46
- Comments
- 76
- Reactions
- 493
- Thread Author
- #1
আবূ হুরাইরা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশ’ বার বলবে:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
(আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই),
কিয়ামতের দিন তার আমলের চেয়ে উত্তম আমল আর কারও থাকবে না; তবে সেই ব্যক্তি ব্যতীত, যে সমান আমল করেছে অথবা তার চেয়ে বেশি।”
(সহীহ মুসলিম: হাদীস 6736 – দারুস সালাম সংস্করণ / 2692 – শরহ নববী সংস্করণ)
---
ব্যাখ্যা
১. এ যিকিরের মাধ্যমে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা প্রকাশ করা হয়।
২. সকাল (ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত) ও সন্ধ্যা (আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত) এ যিকিরের সময় নির্ধারিত।
৩. যে একশ’ বার এ যিকির পড়বে, আখিরাতে তার আমল সবার উপরে থাকবে।
৪. সময় লাগে মাত্র কয়েক মিনিট, অথচ সওয়াব বিশাল।
---
করণীয়
প্রতিদিন সকাল-সন্ধ্যায় অন্তত একশ’ বার এ যিকির পড়া।
নিয়মিত করলে গোনাহ মাফ, নেকি বৃদ্ধি ও জান্নাতের সঞ্চয় হবে ইনশাআল্লাহ।
“যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশ’ বার বলবে:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
(আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা তাঁরই),
কিয়ামতের দিন তার আমলের চেয়ে উত্তম আমল আর কারও থাকবে না; তবে সেই ব্যক্তি ব্যতীত, যে সমান আমল করেছে অথবা তার চেয়ে বেশি।”
(সহীহ মুসলিম: হাদীস 6736 – দারুস সালাম সংস্করণ / 2692 – শরহ নববী সংস্করণ)
---
ব্যাখ্যা
১. এ যিকিরের মাধ্যমে আল্লাহর পবিত্রতা ও প্রশংসা প্রকাশ করা হয়।
২. সকাল (ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত) ও সন্ধ্যা (আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত) এ যিকিরের সময় নির্ধারিত।
৩. যে একশ’ বার এ যিকির পড়বে, আখিরাতে তার আমল সবার উপরে থাকবে।
৪. সময় লাগে মাত্র কয়েক মিনিট, অথচ সওয়াব বিশাল।
---
করণীয়
প্রতিদিন সকাল-সন্ধ্যায় অন্তত একশ’ বার এ যিকির পড়া।
নিয়মিত করলে গোনাহ মাফ, নেকি বৃদ্ধি ও জান্নাতের সঞ্চয় হবে ইনশাআল্লাহ।