Active member
শাইখ আব্দুল কারিম আল খুদাইর বলেন:
শাইখ ইবনু বাযের ব্যাপারে বলা হয়ে থাকে যে, তিনি তার জীবনের শেষ পর্যায়ে ছিলেন, এমনকি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আধা ঘণ্টা বা তার চেয়েও কম সময় অবশিষ্ট ছিলো। তার কাছে থাকা কয়েকজন লোক ইশারা করলো যে, তিনি (ইবনু বায) উযু করতে চাচ্ছেন। সুতরাং তারা তার বাম পায়ে জুতা পরিয়ে দিলেন এবং তারপর ডান পায়ে জুতা পরিয়ে দিলেন। তৎক্ষণাৎ শাইখ বাম পায়ের জুতা খুলে নেওয়ার নির্দেশ দিলেন যাতে করে ডান পায়ে প্রথমে জুতা পড়া হয়। এভাবেই যে ব্যক্তি সুন্নাতের উপর সারাটা জীবন অতিবাহিত করে, সে এর উপরই মৃত্যুবরণ করে।
ইফাদাতুল বারিয়্যাহ, ৩/২২৫
শাইখ ইবনু বাযের ব্যাপারে বলা হয়ে থাকে যে, তিনি তার জীবনের শেষ পর্যায়ে ছিলেন, এমনকি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আধা ঘণ্টা বা তার চেয়েও কম সময় অবশিষ্ট ছিলো। তার কাছে থাকা কয়েকজন লোক ইশারা করলো যে, তিনি (ইবনু বায) উযু করতে চাচ্ছেন। সুতরাং তারা তার বাম পায়ে জুতা পরিয়ে দিলেন এবং তারপর ডান পায়ে জুতা পরিয়ে দিলেন। তৎক্ষণাৎ শাইখ বাম পায়ের জুতা খুলে নেওয়ার নির্দেশ দিলেন যাতে করে ডান পায়ে প্রথমে জুতা পড়া হয়। এভাবেই যে ব্যক্তি সুন্নাতের উপর সারাটা জীবন অতিবাহিত করে, সে এর উপরই মৃত্যুবরণ করে।
ইফাদাতুল বারিয়্যাহ, ৩/২২৫