Habib Bin Tofajjal
If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Nov 25, 2022
- Threads
- 690
- Comments
- 1,218
- Solutions
- 17
- Reactions
- 7,101
- Thread Author
- #1
اعلموا أن الإسلام هو السنة والسنة هي الإسلام ولا يقوم أحدهما إلا بالآخر
জেনে রেখ, ইসলামই হলো সুন্নাহ এবং সুন্নাহ্ই হলো ইসলাম। আর একটি আপরটি ব্যতীত টিকে থাকতে পারে না।
নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে আমাদের সুন্নাহ হতে মুখ ফিরিয়ে নেবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। [SUP]বুখারী; হা/৫০৬৩, মুসলিম; হা/৩২৯৪ এবং নাসাঈ; হা/৩২১৭।[/SUP]
আবু হুরাইরাহ (রা:) হতে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে। তারা বললেন, কে অস্বীকার করবে। তিনি বললেন: যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে-ই অস্বীকার করবে”। [SUP]বুখারী; হা/৭২৮০।[/SUP]
ইমাম আয-যুহরী (রাহি.) (প্রসিদ্ধ তাবিঈ, মৃত ১২৪ হিঃ) হতে বর্ণিত, “যে সকল জ্ঞানী লোকেরা আমাদের পূর্বে এসেছিলেন তারা একথায় বলায় অভ্যস্ত ছিলেন যে, “সুন্নাহর মধ্যেই মুক্তি নিহিত”। [SUP]ইমাম আদ-দারিমী তার সুনানে এটি বর্ণনা করেছেন, হা/৯৭।[/SUP]
ইমাম মালিক (রাহি.) বলেন, “সুন্নাহ হলো নূহের (কালাইটিস) নৌকার মত। যে কেহ নৌকায় আরোহণ করবে সে মুক্তি পাবে, আর যে প্রত্যাখ্যান করবে যে নিমজ্জিত হবে।”
শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া (রাহি.) তাঁর ‘মাজমু আল-ফাতওয়াতে’ ৪/৫৭ এটি বর্ণনা করেছেন।