সুন্দর মৃত্যুর জন্য যেসব আমল দরকারঃ

Joined
Nov 27, 2025
Threads
4
Comments
8
Reactions
38
সুন্দর মৃত্যুর জন্য যেসব আমল দরকারঃ

(১) কালিমা তাওহিদের ওপর অটল থাকা-শুধু মুখে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকেই আগে হিসেবে রাখা।

(২) পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা, কোনো গাফিলতি না করা এতে- সালাত হল অন্তরের শক্তি ও হৃদয়ের প্রশান্তি। নিয়মিত সালাত আদায়কারীর পরিনতি উত্তম হওয়ার কথা বহু হাদিসে এসেছে।

(৩) মৃত্যুকে স্মরণ করে তওবা ও ইস্তিগফার করা।


1766426487629.png



(৪) সদাচার ও গোপন সৎকর্ম করা। এছাড়া আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা।

1766426512246.png



(৫) উত্তম মৃত্যুর জন্য দোয়া করা। নবীজি সাল্লালাহু আলায়হি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি যে দুয়াটি করতেন, তা হলঃ-

1766426541228.png
 
Back
Top