সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে মহিলা বাড়ির বাইরে যেতে পারবে না। শরী‘আতে এ ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
‘প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। সুতরাং মহিলা যখন সুগন্ধি ব্যবহার করে জনসম্মুখে যায়, তখন সে এইরূপ এইরূপ অর্থাৎ ব্যভিচারিণী’ (তিরমিযী হা/২৭৮৬; আবূ দাঊদ, হা/৪১৭৩; মিশকাত, হা/১০৬৫, সনদ হাসান)।
এমনকি সুগন্ধি ব্যবহার করে মসজিদে সালাতও আদায় করলে তার সালাত সঠিক হবে না (সুনানুল বাইহাক্বী আল-কুবরা, হা/৫১৫৯; সনদ সহীহ, সিলসিলা সহীহাহ, হা/১০৩১; আবূ দাঊদ, হা/৫৬৫; সনদ সহীহ, সহীহুল জামে‘, হা/৭৪৫৭)।
كُلُّ عَيْنٍ زَانِيَةٌ وَإِنَّ الْمَرْأَةَ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالْمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا يَعْنِي زَانِيَةً
‘প্রত্যেক চক্ষুই ব্যভিচারী। সুতরাং মহিলা যখন সুগন্ধি ব্যবহার করে জনসম্মুখে যায়, তখন সে এইরূপ এইরূপ অর্থাৎ ব্যভিচারিণী’ (তিরমিযী হা/২৭৮৬; আবূ দাঊদ, হা/৪১৭৩; মিশকাত, হা/১০৬৫, সনদ হাসান)।
এমনকি সুগন্ধি ব্যবহার করে মসজিদে সালাতও আদায় করলে তার সালাত সঠিক হবে না (সুনানুল বাইহাক্বী আল-কুবরা, হা/৫১৫৯; সনদ সহীহ, সিলসিলা সহীহাহ, হা/১০৩১; আবূ দাঊদ, হা/৫৬৫; সনদ সহীহ, সহীহুল জামে‘, হা/৭৪৫৭)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: