সাহাবী মানে সাথী, সঙ্গী, সহচর, শিশ্য ইত্যাদি। সাহাবীর বহুবচন সাহাবা। শরীয়তের পরিভাষায় 'সাহাবী' বলা হয়, প্রত্যেক সেই সৌভাগ্যবান ব্যক্তিকে, যিনি ঈমানের অবস্থায় নবী (ﷺ) -এ সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বলা বাহুল্য, যে ব্যক্তি ঈমানের অবস্থায় তাঁর সাথে সাক্ষাৎ করেনি, তাকে ‘সাহাবী' বলা হয় না।
যে ব্যক্তি ঈমানের অবস্থায় সাক্ষাৎ করেছে, কিন্তু ঈমানের অবস্থায় মারা যায়নি, বরং কাফের বা মুর্তাদ হয়ে মারা গেছে, তাকে ‘সাহাবী' বলা হয় না। যিনি তাঁর সাথে সাক্ষাৎ করেছেন এবং চোখে দেখেছেন, তিনি সাহাবী। কিন্তু দৃষ্টিহীন হওয়ার কারণে যিনি তাঁকে চাক্ষুষ দেখতে পাননি, তিনিও সাহাবী।
বলা বাহুল্য, যে ব্যক্তি ঈমানের অবস্থায় তাঁর সাথে সাক্ষাৎ করেনি, তাকে ‘সাহাবী' বলা হয় না।
যে ব্যক্তি ঈমানের অবস্থায় সাক্ষাৎ করেছে, কিন্তু ঈমানের অবস্থায় মারা যায়নি, বরং কাফের বা মুর্তাদ হয়ে মারা গেছে, তাকে ‘সাহাবী' বলা হয় না। যিনি তাঁর সাথে সাক্ষাৎ করেছেন এবং চোখে দেখেছেন, তিনি সাহাবী। কিন্তু দৃষ্টিহীন হওয়ার কারণে যিনি তাঁকে চাক্ষুষ দেখতে পাননি, তিনিও সাহাবী।