সাহাবার সংখ্যা

    Nobody is reading this thread right now.
  • Thread Author
সাহাবার সঠিক সংখ্যা বলা বড় কঠিন। ইবনে কাষীর বলেছেন, 'সাহাবাগণের মোট সংখ্যা কত, সে ব্যাপারে লোকেদের মতভেদ আছে। আবূ যুরআহ থেকে উদ্ধৃত করা হয়, তিনি বলেছেন, তাঁদের সংখ্যা পৌঁছে ১ লক্ষ ২০ হাজারে।

প্রকৃতপ্রস্তাবে তাঁদের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। যাঁরাই তাদের কোন একটা সংখ্যা উল্লেখ করেছেন, তাঁরাই কোন একটা ঘটনায় উল্লিখিত সংখ্যার উপর নির্ভর করেছেন। অথচ সেটাই সর্বশেষ সংখ্যা নাও হতে পারে। প্রত্যেকে নিজ নিজ ইল্ম অনুসারে একটা সংখ্যা বলে থাকেন। মূলতঃ কোনটাই সুনির্ধারিত নয়।

- শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।​
 
Similar threads Most view View more
Back
Top