- Joined
- Jan 3, 2023
- Threads
- 658
- Comments
- 802
- Reactions
- 7,035
- Thread Author
- #1
যেসকল রোগাক্রান্ত ব্যক্তির পেশাব চলমান থাকে অর্থাৎ পেশাব বন্ধ হয় না, একটু পরপর পেশাব বের হয় এবং পেশাব বের হওয়া নিয়ন্ত্রণ করা যায় না, তাদের এ রোগাবস্থাকে বলা হয় 'সালিসুল বাওল' (ফিকহুল লুগাহ ওয়াসিররুল 'আরাবিয়্যাহ', ১/১০২; মাফাতীহুল 'উলুম, ৩/১৮৯)। তাদেরকে প্রত্যেক সালাতের ওয়াক্তে নতুন করে অযূ করতে হবে এবং কোনো ওয়াক্তে অযূ করার পর পরবর্তী ওয়াক্তের আগ পর্যন্ত রোগবশত পেশাব বের হলেও নতুন করে অযূ করা জরুরি নয় (ফাতাওয়া নূর 'আলা আদ-দুরব, ১/২৬১)। তবে অযূর পূর্বে শরীরে লেগে থাকা পেশাব ও পেশাব বের হওয়ার স্থান ধৌত করে নিতে হবে এবং সালাতের সময় যেন পেশাব বের হয়ে ছড়িয়ে না যায় সেজন্য পেশাব বের হওয়ার স্থানে তুলা, প্যাড, প্যাম্পার্স অথবা এরকম কোনো কিছু লাগিয়ে নিতে হবে।
যাদের পায়ুপথ দিয়ে বারবার বায়ু বের হয় এবং এটি নিয়ন্ত্রণ করা যায় না, তাদের ক্ষেত্রেও একই বিধান অর্থাৎ তারাও প্রত্যেক সালাতের ওয়াক্তে নতুন করে অযূ করে নেবেন।
সূত্র: 'ফিকহুত তাহারাত' বই থেকে, পৃ: ১২৯; লেখক- ড. মানজুরে ইলাহী ; প্রকাশনী- তাইবাহ একাডেমি
যাদের পায়ুপথ দিয়ে বারবার বায়ু বের হয় এবং এটি নিয়ন্ত্রণ করা যায় না, তাদের ক্ষেত্রেও একই বিধান অর্থাৎ তারাও প্রত্যেক সালাতের ওয়াক্তে নতুন করে অযূ করে নেবেন।
সূত্র: 'ফিকহুত তাহারাত' বই থেকে, পৃ: ১২৯; লেখক- ড. মানজুরে ইলাহী ; প্রকাশনী- তাইবাহ একাডেমি