Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 887
- Comments
- 1,056
- Reactions
- 9,491
- Thread Author
- #1
আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ এর জন্য নিজেদেরকে সালাফী পরিচয় দেওয়া বা সালাফী নাম ধারণ করা কোনোক্রমেই বিদ'আত নয়। কারণ সালাফী পরিভাষা হুবহু আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ পরিভাষার মতোই। আর উভয় পরিভাষা সাহাবীগণের উপর একত্রে ব্যবহার হয়। একটু চিন্তা করলে উক্ত বিষয়টি উপলব্ধি করা যায় অর্থাৎ তারাই সালাফ এবং তারাই আহলুস সুন্নাহ। [মাওকেফু আহলিস সুন্নাহ মিন আহলিল বিদা’, পৃষ্ঠা ৬৩]
সুতরাং যেভাবে আহলুস সুন্নাহর দিকে সম্পৃক্ত করে “সুন্নী” বলা আমাদের জন্য বিশুদ্ধ, ঠিক সেভাবে সালাফদের দিকে সম্পৃক্ত করে সালাফী বলাও আমাদের জন্য বিশুদ্ধ, কোনো পার্থক্য নেই। কেননা উম্মতের মাঝে বিভিন্ন ফেরকা সৃষ্টি হওয়া এবং বিভক্তি ঘটার পর সালাফ দ্বারা এমন লোকদেরকে বোঝানো হতে লাগল যারা সাহাবীগণ ও শ্রেষ্ঠ যুগের মনীষীদের বুঝ অনুযায়ী সঠিক আক্বীদাহ ও মানহাজের ও উপর চলত। আর সালাফ পরিভাষাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যান্য শরীয়ত সিদ্ধ নামসমূহের সমার্থক নাম হিসেবে বিবেচিত হতে লাগল।
সুতরাং যেভাবে আহলুস সুন্নাহর দিকে সম্পৃক্ত করে “সুন্নী” বলা আমাদের জন্য বিশুদ্ধ, ঠিক সেভাবে সালাফদের দিকে সম্পৃক্ত করে সালাফী বলাও আমাদের জন্য বিশুদ্ধ, কোনো পার্থক্য নেই। কেননা উম্মতের মাঝে বিভিন্ন ফেরকা সৃষ্টি হওয়া এবং বিভক্তি ঘটার পর সালাফ দ্বারা এমন লোকদেরকে বোঝানো হতে লাগল যারা সাহাবীগণ ও শ্রেষ্ঠ যুগের মনীষীদের বুঝ অনুযায়ী সঠিক আক্বীদাহ ও মানহাজের ও উপর চলত। আর সালাফ পরিভাষাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যান্য শরীয়ত সিদ্ধ নামসমূহের সমার্থক নাম হিসেবে বিবেচিত হতে লাগল।
- 'প্রকৃত সালাফী হোন' বই থেকে; লেখক: ড. আব্দুস সালাম ইবন সালেম আস সুহাইমী, অধ্যাপক, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়; প্রকাশনায়: মাকতাবাতুশ শুব্বান