‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

পরিচিতি সালাফী দাওয়াতের মূলনীতি:

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Threads
151
Comments
158
Reactions
1,241
Credits
1,127
শায়খ আব্দুস সালাম বিন বারজিস রহিমাহুল্লাহ বলেনঃ

সালাফী দাওয়াতের মূলনীতি:
১) শরয়ী জ্ঞানার্জন ও দ্বীনের গভীর জ্ঞান অর্জনে মনোনিবেশ ও সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
২) বাস্তব জীবনে ইসলামের পালন।
৩) আল্লাহর দিকে জ্ঞান সহকারে ডাকা।
৪) সালাফী আকীদার প্রতি জোরপ্রদান, সেটা নিজে জেনে, আমল করে এবং অন্যকে জানানো; সব দৃষ্টিকোণ থেকেই।
৫) সুন্নাহর প্রতি গুরুত্বারোপ, নিজেদের জীবনে বাস্তবায়ন এবং অন্যদেরকে এর প্রতি দাওয়াত প্রদান।
৬) সুন্নী আলেমদের সাথে দৃঢ় সম্পর্ক।
৭) যাবতীয় দল ও গোপন সংগঠন থেকে বিরত থাকা।
৮) কুরআন সুন্নাহ অনুযায়ী সালাফগণ যেটা বুঝেছেন, সে অনুযায়ী আমাদের নেতা ও শাসকদের সাথে আচরণ করা।
৯) বিদয়াতীদের রদ ও তাদের থেকে সতর্ক করা।
১০) আমাদের জীবনের প্রতিটা পরতে ও ক্ষেত্রেই কুরআন সুন্নাহ আঁকড়ে ধরা।

--('উসূলুদ দা'ওয়াহ আস-সালাফিয়্যাহ' বই থেকে)
 
COMMENTS ARE BELOW

Share this page