সালাফদের ঈদ

Joined
Dec 10, 2024
Threads
1
Comments
1
Reactions
15
সালাফদের ঈদ উদযাপন

ঈদ মানে আনন্দ। কিন্তু সালাফদের ঈদের আনন্দ ছিল ভিন্ন স্বাধের ও ভিন্ন রকমের। যেমন,

১. ইবনু রজব হাম্বালী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ঈদ ঐ ব্যক্তির জন্য নয়, যে নতুন পোশাক পরিধান করে; বরং ঈদ ঐ ব্যক্তির জন্য, যে তার আনুগত্য বৃদ্ধি করে। ঈদ ঐ ব্যক্তির জন্য নয় যে নতুন পোশাকের সাজসজ্জা ও গাড়ি বহর প্রদর্শন করে; বরং ঈদ ঐ ব্যক্তির জন্য, যার পাপকে মোচন করা হয়েছে’।[১১]

২. একদিন এক ব্যক্তি ঈদুল ফিতরের দিন আমীরুল মুমিনীন আলী (রাযিয়াল্লাহু আনহু)-এর কাছে প্রবেশ করে তাঁর কাছে একটি শুকনো রুটি দেখতে পান। লোকটি শুকনো রুটি দেখে বলেন, হে আমীরুল মুমিনীন! আজকে ঈদের দিন অথচ শক্ত শুকনো রুটি! আলী (রাযিয়াল্লাহু আনহু) তাঁকে বলেন, ‘আজকে ঈদ ঐ ব্যক্তির জন্য যার ছিয়াম, ক্বিয়াম কবুল করা হয়েছে। ঈদ ঐ ব্যক্তির জন্য যার পাপ ক্ষমা করা হয়েছে এবং আমলকে কবুল করা হয়েছে। আজকে আমাদের জন্য ঈদ, আগামীকাল‌ও আমাদের জন্য ঈদ। প্রত্যেক এমন দিন যে দিনে আল্লাহর অবাধ্যতা করা হয় না সেই দিন আমাদের ঈদ’।[১২]

৩. সুফিয়ান ছাওরী (রাহিমাহুল্লাহ)-এর কতিপয় সাথী বলেন, ‘আমি ঈদের দিন তাঁর সাথে বের হয়েছিলাম। অতঃপর তিনি বলেন, ‘আমরা এই দিন সর্বপ্রথম শুরু করব চোখ নিম্নগামী করার মাধ্যমে’।[১৩]

৪. কতিপয় সালাফদের মুখে হতাশা, দুশ্চিন্তার ছাপ প্রকাশ পায় ঈদের দিনে। ঈদের দিন আনন্দ ও খুশির বদলে এমন মলিন চেহারা দেখে জিজ্ঞেস করা হল: আজকের দিন হল খুশির ও আনন্দের। অতঃপর তিনি প্রতিত্তোরে বলেন, তোমরা সত্য বলেছ। কিন্তু আমি এমন একজন বান্দা যে, আমার রব আমাকে আদেশ করেছে তাঁর জন্য এমন আমল করার অথচ আমি জানি না যে, সে আমল আমি করতে পেরেছি কিনা!’[১৪]

৫. হাসান বাছরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘প্রত্যেক এমন দিন যে দিনে আল্লাহর অবাধ্যতা করা হয় না সেটাই হল ঈদ’।[১৫]
------------------------------------
[১১]. লা ত্বায়িফুল মা‘আরিফ লিইবনি রজব হাম্বালী, পৃ. ২২৭।
[১২]. মাওকেয়ুল মিম্বার থেকে গৃহীত, খুতবার বিষয়: ঈদুল আযহা আল-মুবারক।
[১৩]. ইবনুল ক্বাইয়িম আল-জাওযিয়্যাহ, আত্ব-তাবছীরাহ, পৃ. ১০৬।
[১৪]. লা ত্বায়িফুল মা‘আরিফ লিইবনি রজব হাম্বালী, পৃ. ২০৯।
[১৫]. লা ত্বায়িফুল মা‘আরিফ লিইবনি রজব হাম্বালী, পৃ. ২৭৮।

© মাসিক আল ইখলাস থেকে "যেমন ছিলো সালাফদের রামাযান" শীর্ষক প্রবন্ধ থেকে গৃহীত।
মূল প্রবন্ধ: যেমন ছিল সালাফদের রামাযান,এপ্রিল ২০২৩ - মাসিক আল-ইখলাছ
 

Attachments

  • images-01.jpeg
    images-01.jpeg
    37.4 KB · Views: 49
Similar threads Most view View more
Back
Top