সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

মানহাজ সালাফগণ বিদআতীদের নাম ধরে ধরে সতর্ক করেছেন

shafinchowdhury

Salafi

Salafi User
Threads
42
Comments
61
Reactions
725
Credits
305
আব্দুর রহমান বিন ইহাইয়া বিন খক্বন বলেন,

আমি ইমাম আবু আব্দুল্লাহ আহমাদ বিন হাম্বলকে ইবন ছালজির ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, সে বিদআতী এবং প্রবৃত্তির অনুসারী। এরপর ইয়াকুব বিন শাইবাহ এর ব্যাপারে প্রশ্ন করলাম। তিনি বললেন, সে বিদআতী এবং প্রবৃত্তির অনুসারী।

তাকে ছাওওয়ার বিন আব্দুল্লাহ আল কাদ্বী প্রসঙ্গে প্রশ্ন করা হলো। তিনি বললেন, তার ব্যাপারে ভালো ব্যতীত কিছু জানি না। আমি তাকে ইয়াহইয়া বিন আকছাম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমাদের নিকট সে বিদআতী কাজের মাধ্যমেই পরিচিত।

عبد الرحمن بن يحيى بن خاقان، أبو على.
سأل إمامنا عن أشياء
منها قال: سألت أبا عبد الله أحمد بن حنبل عن ابن الثلجى؟ فقال: مبتدع صاحب هوى. قال: وسألته عن يعقوب بن شيبة؟ فقال: مبتدع صاحب هوى.
وسألته عن سوّار بن عبد الله القاضى؟ فقال: ما بلغنى عنه إلا
خيرا، وسألته عن يحيى بن أكثم؟ فقال: ما عرفناه ببدعة

ত্ববাকাতুল হানাবিল্যাহ লি আবি ইয়া'লা, ১ম খণ্ড, ২০৭ পৃঃ।

অনুবাদ - সাফিন চৌধুরী
 
Top