Susceptible
Exposer
Q&A Master
Reporter
Salafi User
- Joined
- Jun 12, 2024
- Threads
- 198
- Comments
- 283
- Solutions
- 1
- Reactions
- 2,046
- Thread Author
- #1
সালাত আদায়কালে কোমরে হাত রাখতে নিষেধ করেছেন রসূলুল্লাহ (ﷺ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এর অর্থ হলো, পেটের পার্শ্বদেশে হাত রাখা - আবু দাউদঃ ৯৪৭, বুখারীঃ ১২১৯, ১২২০, মুসলিমঃ ১১০৫, আন নাসায়ীঃ ৮৯০, আত তিরমিজিঃ ৩৮৩, রিয়াদুস সলেহিনঃ ১৭৬১, বুলুগুল মারামঃ ২৩৮, আল লু'লু ওয়াল মারজানঃ ৩১৭, হাদিস সম্ভারঃ ৮৪৩
যারা নাভির নিচে হাত বেধে ছালাত আদায় করছেন, তাদের এ হাদীসের হুকুম অমান্য হচ্ছে কি না তা ভেবে দেখা দরকার।
মানুষদেরকে হুকুম দেয়া হতো সলাত আদায়কারী যেন সলাতে তার ডান হাত বাম যিরা-এর উপর রাখে। - মিশকাতুল মাসাবিহঃ ৭৯৮, ৮০৩, বুখারীঃ ৭৪০, মুসলিমঃ ৭৮২, তিরমিজিঃ ২৫২, ইবনে মাজাহঃ ৮০৯, ৮১০, আবু দাউদঃ ৭২৩, ৭২৬, ৯৫৭নাসায়ীঃ ৮৮৭, বুলুগুল মারামঃ ২৭৮আহমাদ ২২৮৪৯, সুনানুল কুবরা লি বায়হাক্বী ২৩২৬।
ছালাতে ডান হাত বাম হাতের উপর রাখলে নাভির নিচে হাত যাওয়ার কোন সুযোগ নেই
হাদীস গুলো যাচাই করেন,
যা রাসুলুল্লাহ ﷺ কে অনুসরণের ক্ষেত্রে যা বিশুদ্ধ প্রমাণিত হবে তা মানার আহ্ববান রইল।
যারা নাভির নিচে হাত বেধে ছালাত আদায় করছেন, তাদের এ হাদীসের হুকুম অমান্য হচ্ছে কি না তা ভেবে দেখা দরকার।
মানুষদেরকে হুকুম দেয়া হতো সলাত আদায়কারী যেন সলাতে তার ডান হাত বাম যিরা-এর উপর রাখে। - মিশকাতুল মাসাবিহঃ ৭৯৮, ৮০৩, বুখারীঃ ৭৪০, মুসলিমঃ ৭৮২, তিরমিজিঃ ২৫২, ইবনে মাজাহঃ ৮০৯, ৮১০, আবু দাউদঃ ৭২৩, ৭২৬, ৯৫৭নাসায়ীঃ ৮৮৭, বুলুগুল মারামঃ ২৭৮আহমাদ ২২৮৪৯, সুনানুল কুবরা লি বায়হাক্বী ২৩২৬।
ছালাতে ডান হাত বাম হাতের উপর রাখলে নাভির নিচে হাত যাওয়ার কোন সুযোগ নেই
হাদীস গুলো যাচাই করেন,
যা রাসুলুল্লাহ ﷺ কে অনুসরণের ক্ষেত্রে যা বিশুদ্ধ প্রমাণিত হবে তা মানার আহ্ববান রইল।