প্রশ্ন সালাতুত তাসবীহ: ফজিলত ও পদ্ধতির বিশ্লেষণ

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
সালাতুত তাসবীহ নামাজে চার রাকাতে মোট কতবার "সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার" পাঠ করা হয়, এবং প্রতিটি রাকাতে কতবার করে পাঠ করতে হয়?
কুরআন ও অসহি হাদিসের আলোকে বলবেন। জাযাকাল্লাহু খাইরান।"
 

সালাতুত তাসবীহ পড়া যাবে কি?​


উত্তর : না পড়াই উত্তম। কারণ এর পক্ষে কোন সহীহ হাদীছ নেই। অধিক তাসবীহ পাঠের কারণে এই সালাতকে ‘সালাতুত তাসবীহ’ বলা হয়। আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বর্ণিত এ সম্পর্কিত হাদীছকে কেউ ‘মুরসাল’ কেউ ‘মওকূফ’ কেউ ‘যঈফ’ কেউ ‘মওযূ’ বা জাল বলেছেন। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) এরূপ হাদীছ দ্বারা সালাতুত তাসবীহ সাব্যস্ত করা জায়েয হবে না বলে মন্তব্য করেছেন (মাজমূ‘ ফাতাওয়া ১১/৫৭৯)। সঊদী আরবের স্থায়ী ফৎওয়া কমিটি ‘লাজনা দায়েমা’ এই সালাতকে বিদ‘আত বলে ফৎওয়া দিয়েছে (ফৎওয়া নং ২১৪১)। উছায়মীন (রহঃ) এ ব্যাপারে বর্ণিত হাদীছ সমূহকে যঈফ বলেছেন (মাজমূ‘ ফাতাওয়া ১৪/৩২৭)। যদিও শায়খ আলবানী (রহঃ) উক্ত হাদীছের যঈফ সূত্র সমূহ পরস্পরকে শক্তিশালী করে মনে করে তাকে ‘সহীহ’ বলেছেন এবং ইবনু হাজার আসক্বালানী ও ছাহেবে মির‘আত একে ‘হাসান’ স্তরে উন্নীত বলেছেন। তবুও এরূপ বিতর্কিত, সন্দেহযুক্ত ও দুর্বল ভিত্তির উপরে কোন ইবাদত বিশেষ করে সালাত প্রতিষ্ঠা করা যায় না। অতএব এথেকে দূরে থাকাই উচিত (আবুদাঊদ হা/১২৯৭-৯৯, ইবনু মাজাহ হা/১৩৮৬-৮৭; ঐ, মিশকাত হা/১৩২৮, ‘সালাতুত তাসবীহ’ অনুচ্ছেদ-৪০: বিস্তারিত দ্রঃ সালাতুর রাসূল ২৬৬ পৃঃ)।

সূত্র: আত-তাহরীক।

এছাড়াও দেখুন -

 
Similar threads Most view View more
Back
Top