না, এ অবস্থায় ছানা পড়ার চেয়ে সূরা ফাতিহা পড়াই যুক্তিযুক্ত ও হাদীছসম্মত। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ইমামের সূরা ফাতিহা পড়া অবস্থায় একজন মুছল্লী জামা‘আতে প্রবেশ করলে সে ‘আল্লাহু আকবার’ বলার পর ‘আঊযুবিল্লাহি মিনাশ শায়ত্বনির রজীম’ বলবে এবং সূরা ফাতিহা পাঠ করবে। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইমামের ক্বিরাআত চলাকালীন মুক্তাদিকে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়তে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/৭৫৬; শায়খ উছয়মীন, মাসিক দারস, ২য় খণ্ড, পৃ. ৪৯৬)।