সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য ইমাম আল্লামা ইবনে উসাইমীন রাহিমাহুল্লাহ বলেন, আর জেনে রাখো উইতরের সলাতের একাধিক বৈশিষ্ট্য ও পদ্ধতি রয়েছে।
• এক:
শুধু এক রাক‘আতের মাধ্যমে উইতরের সলাত আদায় করা। এটি জায়েয বা সুন্নাহ সম্মত। এক রাক‘আতের মাধ্যমে উইতর আদায় করা মাকরূহ বা নিষিদ্ধ বিষয় নয়।
• দুই:
তিন রাক‘আতের মাধ্যমে উইতর আদায় করা। তিন রাক‘আতের মাধ্যমে যিনি উইতর আদায় করবেন তার ইখতিয়ার রয়েছে, তিনি ইচ্ছা করলে দুই রাক‘আতে সালাম ফিরাবেন, অতঃপর তৃতীয় রাক‘আতের উদ্দেশ্যে দাঁড়াবেন এবং তৃতীয় রাক‘আত আলাদা আদায় করবেন; আর যদি তিনি ইচ্ছা করেন তিন রাক‘আত একসাথে আদায় করবেন, তাহলে শুধুমাত্র শেষ রাক‘আতে একবার তাশাহহুদ পড়ে দুই দিকে সালাম ফিরাবেন।
• তিন:
পাঁচ রাক‘আতের মাধ্যমে উইতর করা। এক্ষেত্রে উইতর করার পদ্ধতি হচ্ছে পাঁচ রাক‘আত একাধারে আদায় করা। সর্বশেষ রাক‘আতে শুধুমাত্র একবার তাশাহহুদ ও বৈঠক করা, তারপর সালাম ফিরানো। শেষ রাক‘আতে কুনুত করা।
• চার:
সাত রাক‘আতের মাধ্যমে উইতরের সলাত আদায় করা। এক্ষেত্রে সাত রাক‘আত একাধারে আদায় করা এবং শেষ রাক‘আতে তাশাহহুদ পড়া। তারপর তাশাহহুদ শেষে সালাম ফিরানো। শেষ রাক‘আতে কুনুত করা।
• পাঁচ:
নয় রাক‘আতের মাধ্যমে উইতর করা। এক্ষেত্রে একাধারে আট রাক‘আত আদায় করা। তারপর অষ্টম রাক‘আতে বসা এবং তাশাহহুদ পড়া। অষ্টম রাক‘আতে সালাম না ফিরানো। তারপর নবম রাক‘আত আদায় করা, তাশাহহুদ পড়া ও সালাম ফিরানো। নবম রাক‘আতে কুনুত আদায় করা।
• ছয়:
এগারো রাক‘আত আদায়ের মাধ্যমে উইতর সম্পূর্ণ করা। প্রত্যেক দুই রাক‘আতেই সালাম ফিরানো এবং পরিশেষে এক রাক‘আতের মাধ্যমে বিগত বা আদায়কৃত দশ রাক‘আতকে বিজোড় করে দেওয়া এবং শেষ রাক‘আতে কুনুত করা।
উইতর সলাতের ক্ষেত্রে এই ছয়টি নির্ভরযোগ্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত সূত্র রয়েছে।
[শারহু রিয়াযিস সালেহীন, ইবনে উসাইমীন- ৫/১৪৮-১৪৯]
সম্পাদনা: শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ
(Salafi Forum)
• এক:
শুধু এক রাক‘আতের মাধ্যমে উইতরের সলাত আদায় করা। এটি জায়েয বা সুন্নাহ সম্মত। এক রাক‘আতের মাধ্যমে উইতর আদায় করা মাকরূহ বা নিষিদ্ধ বিষয় নয়।
• দুই:
তিন রাক‘আতের মাধ্যমে উইতর আদায় করা। তিন রাক‘আতের মাধ্যমে যিনি উইতর আদায় করবেন তার ইখতিয়ার রয়েছে, তিনি ইচ্ছা করলে দুই রাক‘আতে সালাম ফিরাবেন, অতঃপর তৃতীয় রাক‘আতের উদ্দেশ্যে দাঁড়াবেন এবং তৃতীয় রাক‘আত আলাদা আদায় করবেন; আর যদি তিনি ইচ্ছা করেন তিন রাক‘আত একসাথে আদায় করবেন, তাহলে শুধুমাত্র শেষ রাক‘আতে একবার তাশাহহুদ পড়ে দুই দিকে সালাম ফিরাবেন।
• তিন:
পাঁচ রাক‘আতের মাধ্যমে উইতর করা। এক্ষেত্রে উইতর করার পদ্ধতি হচ্ছে পাঁচ রাক‘আত একাধারে আদায় করা। সর্বশেষ রাক‘আতে শুধুমাত্র একবার তাশাহহুদ ও বৈঠক করা, তারপর সালাম ফিরানো। শেষ রাক‘আতে কুনুত করা।
• চার:
সাত রাক‘আতের মাধ্যমে উইতরের সলাত আদায় করা। এক্ষেত্রে সাত রাক‘আত একাধারে আদায় করা এবং শেষ রাক‘আতে তাশাহহুদ পড়া। তারপর তাশাহহুদ শেষে সালাম ফিরানো। শেষ রাক‘আতে কুনুত করা।
• পাঁচ:
নয় রাক‘আতের মাধ্যমে উইতর করা। এক্ষেত্রে একাধারে আট রাক‘আত আদায় করা। তারপর অষ্টম রাক‘আতে বসা এবং তাশাহহুদ পড়া। অষ্টম রাক‘আতে সালাম না ফিরানো। তারপর নবম রাক‘আত আদায় করা, তাশাহহুদ পড়া ও সালাম ফিরানো। নবম রাক‘আতে কুনুত আদায় করা।
• ছয়:
এগারো রাক‘আত আদায়ের মাধ্যমে উইতর সম্পূর্ণ করা। প্রত্যেক দুই রাক‘আতেই সালাম ফিরানো এবং পরিশেষে এক রাক‘আতের মাধ্যমে বিগত বা আদায়কৃত দশ রাক‘আতকে বিজোড় করে দেওয়া এবং শেষ রাক‘আতে কুনুত করা।
উইতর সলাতের ক্ষেত্রে এই ছয়টি নির্ভরযোগ্য সহীহ হাদীস দ্বারা প্রমাণিত সূত্র রয়েছে।
[শারহু রিয়াযিস সালেহীন, ইবনে উসাইমীন- ৫/১৪৮-১৪৯]
সম্পাদনা: শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ
(Salafi Forum)