- Joined
- Jan 3, 2023
- Threads
- 701
- Comments
- 846
- Reactions
- 7,443
- Thread Author
- #1
আসমা বিনতু ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন : “তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে আমি কি তা তোমাদেরকে জানাব না?”
সাহাবায়ে কেরাম (রাদিআল্লাহু আনহুম) বললেন, ‘অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ।’
তিনি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম হলো, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।”
— মিশকাতুল মাসাবীহ : ৪৯৫০, মুসনাদে আহমাদ : ৬/৪৫৯, তাবারানি, কাবীর : ২৪/১৬৭ (সহিহ)
সাহাবায়ে কেরাম (রাদিআল্লাহু আনহুম) বললেন, ‘অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ।’
তিনি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: “তোমাদের মধ্যে সর্বোত্তম হলো, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়।”
— মিশকাতুল মাসাবীহ : ৪৯৫০, মুসনাদে আহমাদ : ৬/৪৫৯, তাবারানি, কাবীর : ২৪/১৬৭ (সহিহ)