- Joined
- Jan 3, 2023
- Threads
- 700
- Comments
- 845
- Reactions
- 7,436
- Thread Author
- #1
উকবা ইবনু আমির (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সাথে সাক্ষাৎ করলাম। এরপর দ্রুত এগিয়ে গিয়ে আমি তাঁর হাত ধরলাম, (বর্ণনাকারী বলেন) অথবা তিনি দ্রুত এগিয়ে এসে আমার হাত ধরলেন। তারপর বললেন,
“হে উকবা, আমি কি তোমাকে দুনিয়াবাসী ও আখিরাতবাসীদের সর্বোত্তম আখলাক সম্পর্কে জানাব না?
১. যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখো,
২. যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো এবং
৩. যে তোমার ওপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করো।
আর মনে রেখো, যে ব্যক্তি চায়, তার হায়াত বৃদ্ধি করা হোক এবং তার রিযিক বিস্তৃত হোক, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।”
— বাগাবী, শারহুস সুন্নাহ : ৩৪৪৩
“হে উকবা, আমি কি তোমাকে দুনিয়াবাসী ও আখিরাতবাসীদের সর্বোত্তম আখলাক সম্পর্কে জানাব না?
১. যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখো,
২. যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো এবং
৩. যে তোমার ওপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করো।
আর মনে রেখো, যে ব্যক্তি চায়, তার হায়াত বৃদ্ধি করা হোক এবং তার রিযিক বিস্তৃত হোক, সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।”
— বাগাবী, শারহুস সুন্নাহ : ৩৪৪৩