Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,141
- Comments
- 1,333
- Solutions
- 1
- Reactions
- 12,660
- Thread Author
- #1
• হে আদম সন্তান! তোমার প্রতিটি দিন তোমার জন্য সম্মানিত মেহমান। সুতরাং, মেহমানের সাথে সদ্ব্যবহার করো। কারণ, তুমি তার সাথে সদ্ব্যবহার করলে, সে তোমার প্রশংসা করতে করতে প্রস্থান করবে। অন্যথায় তোমার নিন্দা করবে। রাতের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। [1]
• হে আদম সন্তান! যথাসম্ভব পায়ে হেঁটে চলাফেরা করো। বিনয়ের চাদর গায়ে জড়িয়ে রেখো। কাফনের কাপড় পরে কবরের মাটিতে শুয়ে থাকার চেয়ে এটা তোমার জন্য অপেক্ষাকৃত সহজ। তাই বেশি বেশি মাটির স্পর্শ গ্রহণ করো। আর মনে রেখো, জন্মের পর থেকেই তুমি ক্রমাগত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। [2]
• হে আদম সন্তান! দিন ও রাতের বিবর্তনে তোমার জন্ম ও বিকাশ নিশ্চিত হলেও মৃত্যুর পর এরা তোমাকে মোটেই সঙ্গ দেবে না। তখন তোমার ঠিকানা হবে হয়তো জান্নাত, নয়তো জাহান্নাম। সুতরাং, তোমার চেয়ে বড় বিপদে আর কে আছে, বলো? [3]
• হে আদম সন্তান! তুমি তো সময়ের সমষ্টি মাত্র। সুতরাং, জীবন থেকে একটি মুহূর্ত অতিক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে, জীবনের একটি অংশ কালের গর্ভে হারিয়ে যাওয়া। [4]
[1] আল বায়ান, খন্ড: ৩
[2] হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ২; তাহযিবুল হিলইয়াহ, খন্ড: ১
[3] হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ২; তাহযিবুল হিলইয়াহ, খন্ড: ১
[4 ]হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ২; তাহযিবুল হিলইয়াহ, খন্ড: ১
• হে আদম সন্তান! যথাসম্ভব পায়ে হেঁটে চলাফেরা করো। বিনয়ের চাদর গায়ে জড়িয়ে রেখো। কাফনের কাপড় পরে কবরের মাটিতে শুয়ে থাকার চেয়ে এটা তোমার জন্য অপেক্ষাকৃত সহজ। তাই বেশি বেশি মাটির স্পর্শ গ্রহণ করো। আর মনে রেখো, জন্মের পর থেকেই তুমি ক্রমাগত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছ। [2]
• হে আদম সন্তান! দিন ও রাতের বিবর্তনে তোমার জন্ম ও বিকাশ নিশ্চিত হলেও মৃত্যুর পর এরা তোমাকে মোটেই সঙ্গ দেবে না। তখন তোমার ঠিকানা হবে হয়তো জান্নাত, নয়তো জাহান্নাম। সুতরাং, তোমার চেয়ে বড় বিপদে আর কে আছে, বলো? [3]
• হে আদম সন্তান! তুমি তো সময়ের সমষ্টি মাত্র। সুতরাং, জীবন থেকে একটি মুহূর্ত অতিক্রান্ত হওয়ার অর্থ হচ্ছে, জীবনের একটি অংশ কালের গর্ভে হারিয়ে যাওয়া। [4]
[1] আল বায়ান, খন্ড: ৩
[2] হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ২; তাহযিবুল হিলইয়াহ, খন্ড: ১
[3] হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ২; তাহযিবুল হিলইয়াহ, খন্ড: ১
[4 ]হিলইয়াতুল আউলিয়া, খন্ড: ২; তাহযিবুল হিলইয়াহ, খন্ড: ১