সময়ের শপথ (ওয়াল আসরি)

আমাদের মত এই যারা Born Muslim, অথচ জীবনের ১৬ থেকে ১৮ বছর অবধি, বা তারও বেশি সময় পর্যন্ত দ্বীন-ই-ইসলামের ব্যাপারে গাফেল ছিল, তাদের এখন খুব আফসোস হয়, যে তারা জীবনের কত মূল্যবান সময় হারিয়ে ফেলেছে! এই সময়কালের মধ্যে সে কত ইলম অর্জন করতে পারত! কত ফরয ইবাদাত সে গাফিলতিতে ছেড়ে দিয়েছে! এখন অত ফরয ইবাদাত ছেড়ে দেওয়ার গুনাহের কাফফারা কীভাবে দেবে! এই জন্যই আল্লাহ পাক সুরাতুল আসর - এ বলেছেনঃ

وَالْعَصْرِ

إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ

ওয়াল্-আস্‌র

ইন্নাল্-ইনসা-না লাফি খুস্‌র্‌

অর্থঃ শপথ সময়ের,

নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।

এমনকি জান্নাতে যাওয়ার পরও মানুষ আফসোস করবে দুনিয়াতে যে সময়টুকু সে আল্লাহর ইবাদাতে লিপ্ত ছিল না, সেই সময়টুকুর জন্য। তাই তো আল্লাহ পাক ‘সময়ের শপথ’ করে বলেছেন।
 
Back
Top