ফাযায়েলে আমল সম্পূর্ণ তারাবি ইমামের সাথে আদায় করলে পূর্ণ রাত সালাত আদায়ের নেকি

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,141
Comments
1,333
Solutions
1
Reactions
12,661
আবু যর গিফারি (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেছেন:

আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমযানে সিয়াম রাখলাম, সাত দিন বাকি থাকার আগে মাসের কোথাও তিনি আমাদের নিয়ে কিয়াম করেননি। তিনি আমাদের নিয়ে কিয়াম করলেন যে, রাতের এক তৃতীয়াংশ সমাপ্ত হল। ষষ্ঠ রাতে আমাদের নিয়ে কিয়াম করেননি, যখন পঞ্চম রাত বাকি তিনি আমাদের নিয়ে কিয়াম করলেন যে, রাতের অর্ধেক শেষ হল। আমি বললাম: হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যদি অবশিষ্ট রাতও আমাদের নিয়ে কিয়াম করতেন! আবু যর (রাদিআল্লাহু আনহু) বলেন: অতঃপর তিনি বললেন: ‘নিশ্চয় ব্যক্তি যখন ইমামের সাথে সালাত আদায় করে তার চলে যাওয়ার আগ পর্যন্ত, তার জন্য পূর্ণ রাত কিয়াম করা গণ্য করা হয়।’

– আবু দাউদ: ১৩৭৫, তিরমিযি: ৮০৬, নাসায়ি: ১৩৬৪, ইবন মাজাহ: ১৩২৭, সহিহ আল জামে: ১৬১৫
 
সুবহানাল্লাহ! আরেকটা হাদিস আছে যেখানে ইশা এবং ফজর সালাত জামাতে আদায় করলেও পুরা রাত নফল সালাতের নেকী পাওয়া যায়।

সুনান আত তিরমিযি ২২১।
উসমান ইবনু আফফান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি এশার নামায জামা’আতের সাথে আদায় করে তার জন্য অর্ধরাত (নফল) নামায আদায়ের সাওয়াব রয়েছে। যে ব্যক্তি ইশা ও ফযরের নামায জামা’আতের সাথে আদায় করে তার জন্য সারারাত (নফল) নামায আদায়ের সমপরিমাণ সাওয়াব রয়েছে। —সহীহ। সহীহ আবু দাউদ- (৫৫৫), মুসলিম।
 
Back
Top