‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

সকল কাজে উত্তম পরিণতির দুআ

এই অধ্যায়ের অনুচ্ছেদ লিস্ট:

সকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষা

বুসর ইবনু আরতাআ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে এভাবে দুআ পড়তে শুনেছি -

اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآَخِرَةِ​

আল্লা-হুম্মা আহ্‌সিন 'আ-ক্বিবাতানা- ফিল- উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিযইদ্ব দুনইয়া ওয়া আযা-বিল আখিরাহ

হে আল্লাহ্‌! আমাদের সকল কাজে উত্তম পরিণতি দাও, এবং দুনিয়ার অপমান এবং পরকালের শাস্তি থেকে আমাদের সুরক্ষা দাও।


রেফারেন্স: সহিহ (সুয়ুত্বী)। জামে'উস সগীরঃ ১৪৫০


 

Share this page