Salafi
Salafi User
- Joined
- Dec 31, 2024
- Threads
- 20
- Comments
- 28
- Reactions
- 249
- Thread Author
- #1
কোনো নাস্তিক কখনোই মুহাম্মদ ﷺ-এর অস্তিত্বকে অস্বীকার করে না।
কারণ তাদের কাছেও মুহাম্মাদ ﷺ-এর অস্তিত্ব খ্রিস্টানদের ব্রিটিশ লাইব্রেরির ফলিও নং ১-এর একটি পুরনো পাণ্ডুলিপি দ্বারাই প্রমাণিত। এটি ৬৩৫ খ্রিস্টাব্দে এক খ্রিস্টান পাদ্রী লিখেছিলেন, যেখানে ইয়ারমুক যুদ্ধের বর্ণনা এবং মুহাম্মদ ﷺ-এর নাম উল্লেখ রয়েছে। এই পাণ্ডুলিপি হলো কোনো অমুসলিমের হাতে লিখিত প্রথম প্রমাণিত নথি, যেখানে নবী ﷺ-এর নাম আছে। তাই মুহাম্মদ ﷺ-এর অস্তিত্বকে মুসলিম বা অমুসলিম কেউই অস্বীকার করতে পারে না। কিন্তু এখান থেকেই শয়তানের চক্রান্ত শুরু হয়।শয়তানদের মাথাব্যথার কারণ হলো, অন্যান্য ধর্মের ধর্মপ্রবর্তকদের অস্তিত্ব অস্বীকার করা গেলেও মুহাম্মদ ﷺ-কে অস্বীকার করা যাচ্ছে না। আর যদি মুহাম্মদ ﷺ-এর অস্তিত্ব প্রমাণিত বিষয় হয়, তবে তার আনীত ধর্ম, কুরআন, এবং তার রব—সবই তো সত্য। শয়তান এই সত্যকে মানুষ থেকে লুকাতে চায় এবং তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করতে চায়। তাই সে নতুন করে চক্রান্ত করে এবং বলে, "১৪০০ বছর আগে মুহাম্মদ ছিলেন, তা ঠিক, কিন্তু তিনি ভালো মানুষ ছিলেন না" (নাউজুবিল্লাহ)। শয়তান এবং তার অনুসারীরা এ কথা বলার পরে সর্বশেষে দাবি করে, "যেহেতু মুহাম্মদ ভালো মানুষ ছিলেন না, তাই তার আনীত ধর্মকেও বাদ দাও।"
যারা শয়তানের এই ফাঁদে পড়েছে, পড়ছে, বা পড়বে—তাদের সকলের উপর শয়তান বিজয় লাভ করছে, এবং সে আল্লাহর কাছ থেকে যে অঙ্গীকার করেছিল, তাতে সফল হচ্ছে। অথচ আমরা তা চোখের সামনে দেখতে পেয়েও উপলব্ধি করতে পারছি না।
আল্লাহ আমাদের সঠিক বোঝার এবং হিদায়েতের ওপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন।