শিষ্যের প্রতি ইমাম সুফিয়ান সাওরীর উপদেশ– পর্ব: ৩

  • Thread Author
প্রিয় ভাই, দুনিয়ার কোনো বিষয় সামনে এলে, তা ধীরেসুস্থে করবে। যদি দেখো, সেটা তোমার আখিরাতের অনুকূলে, তবে গ্রহণ করবে; নাহলে বিরত থাকবে। আর আখিরাতের কোনো বিষয় সামনে এলে আল্লাহর তাওফিক ও নিরাপত্তা চেয়ে দ্রুত হয় তা সম্পাদন করবে যাতে তোমার ও আগিয়ারের মাঝে শয়তান আড়াল হবে না পারে।

অতিরিক্ত আহার করবে না। কাজের পরিমাণের চেয়ে যেন আহার বেশি না হয়। চাহিদা ও রুচি না থাকলেও আহার করবে না। আধার করে সবসময় পেট পরিপূর্ণ করে রাখবে না। নয়তো তুমি প্রাণহীন দেহে পরিণত হবে।

অন্যের জিনিসে লোভ করবে না। কারণ এই লোভ মানুষের দ্বীন ধ্বংসের কারণ। দুনিয়ার প্রতিও লোভ করবে না। কেননা লোভ মানুষকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবে।

তোমার দেহ ও মন-দুটোই যেন পবিত্র থাকে। তোমার দুহাত যেন অন্যায় থেকে মুক্ত থাকে। ধোঁকাবাজি, প্রতারণা ও এ জাতীয় অনৈতিক চিন্তা থেকে মনকে পবিত্র রাখবে। আর পেটকে হারাম থেকে মুক্ত রাখবে। কেননা যে শরীরে হারাম যাবে, তা জন্নাতে যাবে না।

প্রিয় ভাই, মানুষজন থেকে চোখকে ফিরিয়ে রাখবে। প্রয়োজন ছাড়া ঘুরে বেড়াবে না। যা তোমার নয়, সেদিকে হাত বাড়াবে না। জীবনের বাকি সময়টুকু নিয়ে চিন্তিত থাকবে। সামনে তোমার জীনের কী অবস্থা হবে, তা তুমি জানো না। ভুলের পরিমাণ কমিয়ে দেবে, মানুষের অপরাগতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। কেউ দোষ করলে, তাকে ক্ষমা করে দেবে।

ভাই আমার, তুমি এমন মানুষ হবে সবাই যার কাছে শুধু কল্যাণের আশা করে এবং যার অনিষ্ট থেকে সবাই নিরাপদ ও নিশ্চিন্ত থাকে। আল্লাহর অনুগত কোনো বান্দাকে রাগান্বিত করবে না। সাধারণ ও বিশিষ্ট সবার প্রতিই দয়াশীল হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। যে তোমার প্রতি অন্যায় করেছে, তার অন্যায়কে এড়িয়ে যাবে, তাহলে নবি ও শহিদগণের সাথি হওয়ার সৌভাগ্য লাভ করবে।

হাটেবাজারে কম যাতায়াত করবে। কেননা সেখানে রয়েছে মানুষের কাপড় পরিহিত নেকড়েদের আনাগোনা, অবাধ্য মনুষ্য ও শয়তানের দল। যদি সেখানে যেতেই হয়, তাহলে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবে। কারণ সেখানে গর্হিত কাজ ছাড়া কিছুই দেখতে পাবে না তুমি। সেখানে কখনোই বসবে না। কোনো প্রয়োজন থাকলে, দাঁড়িয়েই সেটা পূরণ করে নেবে। আর খেয়াল রাখবে, প্রয়োজনীয় দিরহাম যেন তোমার সাথেই থাকে। কেননা এটা তোমার জন্য স্বস্তিদয়াক।

— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭
 
Similar threads Most view View more
Back
Top