শিষ্যের প্রতি ইমাম সুফিয়ান সাওরীর উপদেশ– পর্ব: ২

  • Thread Author
ভাই আমার, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে এবং বিগত অন্যায় কাজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যত দিন বেঁচে আছ, তার জন্য আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করবে। উত্তম আদব ও চরিত্র বজায় রাখবে। সত্যপন্থি মানুষের বিরুপাচরণ করবে না। কেননা তাতেই কল্যাণ নিহিত রয়েছে।

প্রত্যেক মুমিনের বিষয়ে কল্যাণকামী থাকবে। তারা কোনো বিষয়ে পরামর্শ চাইলে, পরামর্শ দেবে। কোনো ভালো কথা বা উপদেশ গোপন করবে না। কোনো মুমিনের সাথে বিশ্বাসঘাতকতা করবে না; কেননা যে ব্যক্তি কোনো মুমিনের সাথে বিশ্বাসঘাতকতা করে, সে যেন আল্লাহ ও তাঁর রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মুমিনকে মহব্বত করো, তাহলে তার জন্য নিজের জানমাল কুরবান করবে।

ঝগড়া-বিবাদ ও অযথা তর্ক-বিতর্ক থেকে নিজেকে দূরে রাখবে। সবসময় ধৈর্যধারণ করবে। কেননা ধৈর্য মানুষকে পুণ্যের অনুগামী করে। ক্রোধ ও আক্রমণাত্মক আচরণ পরিহার করে চলবে। কেননা তা মানুষকে পাপাচারের দিকে পরিচালিত করে।

প্রিয় আমার, কোনো আলিমের সাথে কথা কাটাকাটি করবে না। আলিমদের সাহচর্য আল্লাহর রহমত। তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া আল্লাহর অসন্তুষ্টির কারণ। আলিমগণ হলেন নবিগণের ইলম ও আমলের উত্তরাধিকারী।

যুহদ অবলম্বন করবে, তাহলে আল্লাহ তোমার সামনে দুনিয়ার সব দোষত্রুটি উন্মোচিত করে দেবেন। সন্দেহপূর্ণ জিনিস পরিহার করবে। এতে নিরাপদ থাকবে এবং তোমার হিসাব আল্লাহ সহজ করে দেবেন। দ্বীন ও ঈমানের বিষয়ে কখনো সন্দেহের উদ্রেক হলে, ইয়াকিনের মাধ্যমে সেটা প্রতিহত করবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করবে, তবেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে।

পাপাচারে জড়িত লোকদের প্রতি ঘৃণা পোষণ করবে। এর মাধ্যমে শয়তান বিতাড়িত হবে। দুনিয়ার অর্জন নিয়ে বেশি হাসি-আনন্দ করবে না। আখিরাতের জন্য কাজ করে যাবে, তাহলে পার্থিব বিষয়ের ব্যাপারে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন।

নিজের ভেতরকে সুন্দর করে রাখবে। তাহলে আল্লাহ তোমার বাহিরকেও সুন্দর করে দেবেন। আল্লাহর হকের বিষয়ে কখনো গাফেল হবে না, কেননা আল্লাহ তোমার ব্যাপারে গাফেল নন।

— হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৭
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top