প্রশ্ন শিয়া সম্পর্কিত।

Joined
Dec 7, 2023
Threads
3
Comments
6
Reactions
39
আমি জানতে চাচ্ছি শিয়া সম্প্রদায় কি সঠিক পথ অনুসরণ বা অনুকরণ করছেন?
ইতি মধ্যে আমরা মুসলিম বিশ্ব দেখছি যে আমাদের ফিলিস্তিনি মজলুম মুসলিম ভাই এবং বোনের উপর হিংস্র ইহুদী জাতির যে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চলোমান রয়েছে। সে অবস্থায় শুধু শিয়া সম্প্রদায় বা ইরাক তার প্রতিশোধের ক্রোধ অব্যাহত রেখেছেন। কিন্তু আমরা আর কোন ইসলামী দলনেতাকে এই মরণ গাথি মর্মান্তিক সিদ্ধান্ত নিতে দেখিনি। সেক্ষেত্রে এই কর্মকান্ডকে আমরা কিভাবে বিচার করতে পারি। যে শিয়া সম্প্রদায় কি ? কিংবা তাদের আকিদা!
 
আসসালামু আলাইকুম,
শিয়া লিখে আমাদের ফোরামে সার্চ করলে অনেক পোষ্ট ও বই পেয়ে যাবেন।
আপনার সেগুলো অধ্যায়ন করলে ইনশাআল্লাহ আপনার মনে কোনো সংশয় থাকবে না।
সেক্ষেত্রে এই কর্মকান্ডকে আমরা কিভাবে বিচার করতে পারি।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কি আবু তালিবের মাধ্যমে রাসূল (ﷺ) কে বলিষ্ঠ করেন নি?

যাইহোক, আপনার জন্য কিছু রেকমেন্ডেড বই -
এছাড়াও সংক্ষেপে তাদের কিছু আকিদা জানতে দেখুন - শিয়াদের ভ্রান্ত আকিদাসমূহ
 
Similar threads Most view View more
Back
Top