‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

প্রশ্নোত্তর শার্ট ও প্যান্ট পরা ইসলামিক না শরীয়ত বিরোধী?

FORUM BOT

Doing Automated Jobs

Threads
4,133
Comments
4,353
Solutions
1
Reactions
37,491
Credits
24,212
প্রশ্ন : শার্ট ও প্যান্ট পরা ইসলামিক না শরীয়ত বিরোধী?


উত্তর :- আলহামদুলিল্লাহ্‌


ধর্মীয় প্রমান নেই যে শার্ট ও প্যান্ট ইহুদী এবং খ্রীষ্টানদের ধর্মীয় নিদর্শন-


কোন বিশ্বাস যোগ্য ধর্মীয় প্রমান নেই যে শার্ট ও প্যান্ট ইহুদী এবং খ্রীষ্টানদের ধর্মীয় নিদর্শন। অনেকে বলে টাই খ্রীষ্টানের চিহ্ন এসব অমুলক এবং অযৌক্তিক চিন্তা, কিছু মুসলিম আছেন যারা সম্পূর্ন পাশ্চাত্য বিরোধী তাঁরা বলেন তাদের সংস্কৃতিই মুসলিমদের জন্য হারাম। এটা যৌক্তিক ভাবনা নয়। ইসলামী শরীয়ার ৬টি নিয়ম আছে পোষাক সমন্ধে যতক্ষন না আপনি শরীয়ার বিরুদ্ধে কোন পোষাক পড়ছেন আপনি তা পড়তে পারেন।


সহিহ হাদিস-


তবুও অনেকে একমত হননা, আপনি যদি সহিহ বুখারী পড়েন-


‘‘ এহরাম (হজ্জ্ব ) অবস্থায় মাহরম শার্ট বা প্যান্ট পড়তে পারবেনা’’ ৬নং ভলিউম, অধ্যায় -৮, হদীস-৬৮৬


সুবিধাবাদীরা এহরাম শব্দটা সরিয়ে দিয়ে শার্ট ও প্যান্ট হারাম বলে অবিহিত করেন, এটা সঠিক নয় -


‘‘ রাসূল (ﷺ) কবরকে নিজ শার্ট দ্বারা ঢেকে দিলেন।’’ সহিহ বুখারী -৭নং ভলিউম, অধ্যায় -৮ , হাদীস-৬৮৭


আপনি কি জানেন শার্ট পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে তা অনেকেই জানেননা-


‘‘ আমার এই শার্টটি নিয়ে যাও এবং এটি আমার বাবার সামনে রেখো তিনি দৃষ্টি ফিরে পাবেন।’’ সুরা ইউসুফ -১২, আয়াত-৯৩



হাস্যকর ভাবে অনেক মুসলিম বলেন শার্ট হারাম এটা ভুল-


‘‘ যদি ইদার না পাও প্যান্ট পড়ো ,’’ সহীহ বুখারী এ অধ্যায়-১৪, হাদীস-৬৯৫


পরবর্তী হাদীসে বলা হয়েছে-


‘‘ ইহরামরত অবস্থায় তুমি শার্ট ও প্যান্ট পড়বেনা।’’


হাদীস ও কুরআন শার্ট ও প্যান্ট পড়তে অনুমতি দিয়েছে। পার্থক্য শুধু শব্দের।


আল্লাহ্‌ সবচেয়ে ভালো জানেন।


সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
 

Share this page