উত্তর: যদি অসুস্থতার কারণে কেউ রোজা ছেড়ে দেয় এবং রোজার পরেও অসুস্থ থাকে। এমনকি ঐ অবস্থায় সে মারা যায় তবে তার ওয়ারিশদেরকে সে রোজার কাযা আদায় করতে হবে না এবং কোনো কাফফারাও দিতে হবে না। কেননা সে রোজা কাযা করার সুযোগ পায়নি। যদি আরোগ্যলাভ করে রোজা রাখার সুযোগ পায় কিন্তু অলসতা অবহেলা বশতঃ তা আদায় না করে তবে তার অভিভাবকদের উক্ত রোজা কাযা আদায় করতে হবে বা কাফফারা দিতে হবে।
আর কাফফারা হলো, প্রত্যেক দিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার খাওয়াবে।
— প্রশ্নোত্তরে সিয়াম, পৃ: ৫৮; আত তাওহীদ প্রকাশনী, লেখক- সৌদি স্থায়ী ফতোয়া কমিটির প্রাক্তন সদস্য ড. জিবরীন (রাহি.)
আর কাফফারা হলো, প্রত্যেক দিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার খাওয়াবে।
— প্রশ্নোত্তরে সিয়াম, পৃ: ৫৮; আত তাওহীদ প্রকাশনী, লেখক- সৌদি স্থায়ী ফতোয়া কমিটির প্রাক্তন সদস্য ড. জিবরীন (রাহি.)
Last edited: