শাক্কীক আল-বালখী রহিমাহুল্লাহ বলেন

    Nobody is reading this thread right now.
Joined
Jul 26, 2024
Threads
23
Comments
24
Reactions
256
"যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও কাছে নিজের বিপদ-আপদের কথা বলে, সে ইবাদতের মিষ্টতা (আনন্দ) উপলব্ধি করতে পারে না।"

তাই এটি আমাদের বিপদে ধৈর্য এবং একনিষ্ঠতার শিক্ষা দেয়, যা আমাদের কষ্টের মুহূর্তে হোক' বা যে কোন সময়ে হোক আল্লাহর ওপর নির্ভরশীল হতে উৎসাহিত করে।

— সিয়ার আলাম আন-নুবালা (৯/৩১৫)।

- ‏قال شقيق البلخي رَحِمَهُ الله : "مَنْ شَكى مُصِيبَةً إلى غيرِ الله؛ لَمْ يَجِد حَلاوَةَ الطّاعة".
- سير أعلام النبلاء ( ٣١٥/٩).​
 
Last edited by a moderator:
Back
Top