উত্তরঃ শস্য ও ফলের উপর যাকাত ফরয হওয়ার জন্য এক বছর অতিক্রান্ত হওয়া শর্ত নয়; বরং যখনই কোনো শস্য কিংবা ফল উৎপাদিত হয়ে পরিপক্ক হবে, তখনই এর উপর যাকাত ফরয হবে।অতএব কোনো ফসল অপরিপক্ক থাকাবস্থায় এর উপর যাকাত ফরয হবে না। একই জমিতে যদি বছরে একাধিকবার ফসল উৎপাদিত হয়, তাহলে প্রত্যেকবারই যাকাত দিতে হবে। ফসল যখন কাটা হবে অথবা জমি থেকে তোলা হবে তখন ফসল পরিমাপ করতে হবে। এসময় যদি ফসলের পরিমাণ নিসাব পরিমাণে পৌঁছে, তাহলে এর যাকাত দিতে হবে। কিন্তু ফসলের পরিমাণ নিসাব পর্যন্ত না পৌঁছলে খড়কুটা কিংবা লতাপাতাসহ পরিমাপ করে নিসাব পূর্ণ করা যাবে না।
সূত্রঃ 'Amarzakat' ওয়েবসাইট; পরিচালক- ড. মোহাম্মদ মানজুরে ইলাহী (পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা)
সূত্রঃ 'Amarzakat' ওয়েবসাইট; পরিচালক- ড. মোহাম্মদ মানজুরে ইলাহী (পিএইচডি, ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা)
Last edited: