সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Mahmud ibn Shahidullah

প্রশ্নোত্তর শরী‘আতে একাকী সফর করা সম্পর্কে যে নিষেধাজ্ঞা এসেছে- তা কি সহীহ? যদি সহীহ হয় তবে সফরসঙ্গী না পেলে দূরবর্তী সফরে করণীয় কী?

Mahmud ibn Shahidullah

Knowledge Sharer

ilm Seeker
Q&A Master
Salafi User
Threads
520
Comments
533
Reactions
5,445
Credits
2,602
উক্ত হাদীস সহীহ।

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الوَحْدَةِ مَا أَعْلَمُ مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ​

‘যদি লোকেরা একাকী সফরে কী ক্ষতি আছে তা জানত, যা আমি জানি, তবে কোন আরোহী রাতে একাকী সফর করত না’ (সহীহ বুখারী, হা/২৯৯৮)।

অন্য হাদীসে এসেছে,

الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلَاثَةُ رَكْبٌ​

‘একাকী সফরকারী হচ্ছে একটি শয়তান, আর একত্রে দু’জন সফরকারী দু’টি শয়তান। তবে একত্রে তিনজন সফরকারীই হচ্ছে প্রকৃত কাফেলা’ (আবু দাঊদ, হা/ ২৬০৭; মিশকাত, হা/৩৯১০, সনদ হাসান)।

এ ব্যাখ্যায় শায়খ মুহাম্মাদ ইবনু ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘এর মাধ্যমে একাকী সফর করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এ বিধান তখনই প্রযোজ্য হবে যখন রাস্তা নিরাপদ হবে না এবং অনেক লোকের সমাগম থাকবে না। কিন্তু যদি রাস্তা নিরাপদ হয় এবং অনেক লোকের সমাগম থাকে, তাহলে তা মূলত একাকী সফর হিসাবে গণ্য হবে না। কেননা বর্তমানে অনেক মানুষ চলাফেরা করছে। সে যদিও গাড়িতে একাই রয়েছে কিন্তু সফরে অনেক মানুষ তার আশেপাশে অবস্থান করছে’ (ফাতাওয়া নূরুন আলাদ-দার্ব, ২৪তম খণ্ড, পৃ. ২)।

শায়খ নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘সম্ভবত হাদীসের উদ্দেশ্য হল, মরু প্রান্তর বা নির্জন পথে ভ্রমণ করা, যেখানে একজন ভ্রমণকারী খুব কমই অন্য কাউকে দেখতে পায়। সুতরাং বর্তমানে ব্যাপক জনবহুল ও প্রচুর যানবাহন চলাচল করে এমন পথ দিয়ে ভ্রমণ করা এর আওতাভুক্ত নয়। আল্লাহু ‘আলাম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন’ (সিলসিলা সহীহাহ, ১ম খণ্ড, পৃ. ১৩১, হা/৬২ দ্র.)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Top