পুরুষ হোক কিংবা মহিলা হোক পাতলা ও আঁটসাঁট কাপড় পরিধান করার কারণে যদি তার সতর প্রকাশ পায়, তাহলে তার সালাত শুদ্ধ হবে না। তবে সতর প্রকাশ না পেলে সালাত হয়ে যাবে (সূরা আল-আ‘রাফ : ৩১)।
উল্লেখ্য যে, পুরুষের সতর নাভী থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের সতর মুখমণ্ডল এবং হাত ব্যতীত সমস্ত শরীর (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১২তম খণ্ড, পৃ. ২৬৪)।
উল্লেখ্য যে, পুরুষের সতর নাভী থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের সতর মুখমণ্ডল এবং হাত ব্যতীত সমস্ত শরীর (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১২তম খণ্ড, পৃ. ২৬৪)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: