ভ্রান্তি নিরসন লা-মাযহাবীদের নামকরণ

Joined
Jan 12, 2023
Threads
810
Comments
1,057
Solutions
19
Reactions
11,308
লা-মাযহাবীগণ প্রচলিত চার মাযহাবের কোনো একটিরও এককভাবে অনুসরণ করেন না। তাই তাদেরকে 'লা-মাযহাবী' বলা হয়। লা-মাযহাবীগণ মুহাদ্দিসীনের মাসলাকের অনুসরণে কুরআন ও সহীহ হাদীস অনুসরণ করে থাকেন। তাই তাদেরকে 'আহলে হাদীস' বলা হয়। লা-মাযহাবীগণ 'সালাফ-আস সালিহীন' এর বোঝ অনুযায়ী কুরআন-সুন্নাহ মানেন বলে তারা 'সালাফী' নামে পরিচিত। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাযহাবের (তরীকার) নিঃশর্ত অনুসারী হিসাবে তারা 'মুহাম্মদী' নামেও পরিচিত। লা-মাযহাবীগণ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি বা তরীকার নিঃশর্ত অনুসরণ বা তাকলীদ করেন না। তাই তাদেরকে 'গায়ের মুকাল্লিদ' বলা হয়। লা-মাযহাবীগণ সুন্নাহের অনুসারী হিসাবে 'আহলে সুন্নাত ওয়াল জামা'আত'। তবে লা-মাযহাবীদের দাবী হলো, তাদের আসল পরিচয় 'মুসলিম'। আর উপরে উল্লেখিত নামসমূহ তাদের বৈশিষ্টগত পরিচয়।


- আব্দুছ ছবুর চৌধুরী​
 
যাঁরা বলে "আমরা কোনো মাযহাব অনুসরণ করি না"
তাঁরা প্রায় সবাই মিথ্যুক কারণ সে কোনো ইমামের মাযহাব না মানতে পারে কিন্তু শায়েখকে ঠিকই ফলো করে।
সে হানাফি না হতে পারে শাফেয়ী না হতে পারে মালেকি হাম্বলী না হতে পারে, উথায়মীনি, আলবানী, তাইমীয়ই ঠিকই হয়েছে।
~শায়েখ আসিম আল হাকিম হাফিজাহুল্লাহ
 
যাঁরা বলে "আমরা কোনো মাযহাব অনুসরণ করি না"
তাঁরা প্রায় সবাই মিথ্যুক কারণ সে কোনো ইমামের মাযহাব না মানতে পারে কিন্তু শায়েখকে ঠিকই ফলো করে।
সে হানাফি না হতে পারে শাফেয়ী না হতে পারে মালেকি হাম্বলী না হতে পারে, উথায়মীনি, আলবানী, তাইমীয়ই ঠিকই হয়েছে।
~শায়েখ আসিম আল হাকিম হাফিজাহুল্লাহ
ভাই কি পোস্ট পড়ে দেখেছেন?
নাকি না পড়েই কমেন্ট করেছেন?

আমি আপনাকে পরামর্শ দিবো পোস্টটি কয়েকবার পড়ার তারপর কমেন্ট করার।
উক্ত পোস্ট সম্পাদনা করেছেন শাইখ আবু বকর যাকারিয়া সহ আরও কয়েকজন বিজ্ঞ আলেম।

যাই হউক, আপনি পোস্টটি বুঝেন নি, তাই কয়েকবার পড়ার অনুরোধ রইলো কেননা শাইখ আসিম আল হাকিমের কথার উত্তর ওখানেই আছে
 
Similar threads Most view View more
Back
Top