- Joined
- Jan 12, 2023
- Threads
- 810
- Comments
- 1,057
- Solutions
- 19
- Reactions
- 11,308
- Thread Author
- #1
লা-মাযহাবীগণ প্রচলিত চার মাযহাবের কোনো একটিরও এককভাবে অনুসরণ করেন না। তাই তাদেরকে 'লা-মাযহাবী' বলা হয়। লা-মাযহাবীগণ মুহাদ্দিসীনের মাসলাকের অনুসরণে কুরআন ও সহীহ হাদীস অনুসরণ করে থাকেন। তাই তাদেরকে 'আহলে হাদীস' বলা হয়। লা-মাযহাবীগণ 'সালাফ-আস সালিহীন' এর বোঝ অনুযায়ী কুরআন-সুন্নাহ মানেন বলে তারা 'সালাফী' নামে পরিচিত। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাযহাবের (তরীকার) নিঃশর্ত অনুসারী হিসাবে তারা 'মুহাম্মদী' নামেও পরিচিত। লা-মাযহাবীগণ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি বা তরীকার নিঃশর্ত অনুসরণ বা তাকলীদ করেন না। তাই তাদেরকে 'গায়ের মুকাল্লিদ' বলা হয়। লা-মাযহাবীগণ সুন্নাহের অনুসারী হিসাবে 'আহলে সুন্নাত ওয়াল জামা'আত'। তবে লা-মাযহাবীদের দাবী হলো, তাদের আসল পরিচয় 'মুসলিম'। আর উপরে উল্লেখিত নামসমূহ তাদের বৈশিষ্টগত পরিচয়।
- আব্দুছ ছবুর চৌধুরী